বাংলারজমিন

মাধবপুরে শিক্ষক পরিবারকে একঘরে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে এক শিক্ষককে সমাজচ্যুত ও এক ঘরে করে রেখেছে স্থানীয় মাতবর (সর্দার)। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জদীশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক আহাম্মেদের বাড়িতে কেউ প্রবেশ করলে তাকেও শাসন করা হয়। সর্দারদের ভয়ে কেউ ওই শিক্ষকের সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না। শুধু তাই নয় ওই শিক্ষকের গৃহ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও পানি চলাচলে বাধা দিয়ে হত্যার হুমকি দিয়েছে। অন্যথায় তাদের সমাজচ্যুত বা একঘরে করা রাখা হয়। নিজেদের গড়া ‘সার্চ কমিটি’ নীতিমালার মাধ্যমে চলছে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের সামাজিক বিচার আচার। ওই এলাকায় বাইরের কোনো মানুষ বাড়িঘর করলে তাদের সার্চ কমিটির নীতিমালা মেনে চলতে হয়। সার্চ কমিটির রোষানলে পড়েছেন মাধবপুর উপজেলার জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কাজী ফারুক আহাম্মেদ।
শিক্ষক ফারুক আহাম্মেদের ওপর এমন অমানবিক আচরণের কারণে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্ধ শিক্ষকরা জানান, জগদীশপুর গ্রামে বাইরে থেকে এসে জমি কিনে কোনো লোক বাড়িঘর করতে গেলে তথাকথিত সার্চ কমিটির লোকজন নানাভাবে নির্যাতন করতে থাকে। ক্ষুব্ধ শিক্ষকরা জানান, জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ১০ শতক জমি কিনে বসতঘর নির্মাণ করতে গেলে একই গ্রামের বাবুল মিয়া ও রানা মিয়া বাধা দিয়ে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। বিদ্যুৎ ও পানি চলাচলে বাধা দেন। রানা ও বাবুলের পক্ষ নিয়ে জগদীশপুর গ্রামের সমাজপতিরা শিক্ষক ফারুক আহাম্মদকে সমাজচ্যুত করে একঘরে করে রেখেছে।

এ ঘটনায় শিক্ষক ফারুক আহাম্মেদ আইনের প্রতিকার চেয়ে মাধবপুর থানায় জগদীশপুর গ্রামের বাবুল মিয়া, রানা মিয়ার নামে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে জগদীশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সালিশে নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম কিন্তু শিক্ষক সালিশে উপস্থিত না হয়ে থানায় অভিযোগ করেছেন। সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন গ্রামে বিরোধ নিষ্পত্তির জন্য এ কমিটি গঠন করা হয়েছে। মাধবপুর থানার এসআই লিটন ঘোষ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন উভয় পক্ষকে ডেকে নিয়ে আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status