ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

টানা ৩৫০ ম্যাচ কিপিং, ধোনির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০১৯, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ৩৫০তম ম্যাচ। এতে ধোনি গড়লেন বিশ্বরেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা ৩৫০তম ম্যাচ কিপিং করলেন উইকেটরক্ষক ধোনি। এর মধ্যে ২০০ ম্যাচে ভারত দলের নেতৃত্ব দেন তিনি। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ক্যারিয়ারের ৪০৪ ম্যাচের ৩৬০টিতে উইকেটরক্ষক ছিলেন। তবে একটানা নয়। ক্যারিয়ারে ৪৪ ম্যাচে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলেছেন সাঙ্গাকারা।
তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা ক্রিকেটারের তালিকায় ধোনি দ্বিতীয়। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৩৮ ম্যাচে কিপিং করেছেন ধোনি। সাঙ্গাকারা ৫৯৪ ম্যাচে ছিলেন উইকেটরক্ষক। ৪৬৭ ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। তবে ডিসমিসালে ধোনি-সাঙ্গাকারার চেয়ে এগিয়ে প্রোটিয়া উইকেটরক্ষক। ক্যাচ ও স্টাম্পিং মিলিয়ে ৯৯৮টি ডিসমিসাল করেছেন বাউচার। ৯০৫ ডিসমিসাল নিয়ে বাউচারের পর অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৩৯৬ ম্যাচ)। ডিসমিসালে ধোনির অবস্থান তৃতীয়। ৮২৮টি ডিসমিসাল রয়েছে ধোনির। তবে সর্বাধিক স্টাম্পিংয়ের (১৯৫) রেকর্ডটি ধোনিরই (নিউজিল্যান্ডের ইনিংস বাদে)।
শচীন টেন্ডুলকারের পর সর্বাধিক ওডিআই ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটার এখন ধোনি। ৩৫০ ম্যাচের ৩টি  তিনি খেলেছেন এশিয়া একাদশের হয়ে। আর ওয়ানডেতে ধোনির চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন (৪৬৩), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনাৎ জয়াসুরিয়া (৪৪৫), সাঙ্গাকারা (৪০৪), মুত্তিয়া মুরালিধরন (৩৫০) পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮), ইনজামাম-উল-হক (৩৭৮), ওয়াসিম আকরাম (৩৫৬) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩৭৫)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status