দেশ বিদেশ

ড্যাব-এর ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

১০ জুলাই ২০১৯, বুধবার, ৮:৫৫ পূর্বাহ্ন

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব-এর কেন্দ্রীয় ৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর লেডিস ক্লাবে কেন্দ্রীয় সম্মেলনে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ড্যাব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সরাসরি ভোটে নতুন কমিটির এই সদস্যরা নির্বাচিত হয়েছেন। ড্যাব-এর নতুন কমিটিতে সভাপতি পদে ডা. হারুন আল রশিদ, মহাসচিব পদে ডা. মো. আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি পদে ডা. মো. আবদুস সেলিম, কোষাধ্যক্ষ পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্মমহাসচিব পদে ডা.মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। চিকিৎসকদের এই সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ আজ গণতন্ত্রহীতার মধ্যে রয়েছেন। দেশে এখন কঠিন দুঃসময় চলছে। মানুষের সব অধিকার কেড়ে নেয়া হয়েছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করার কারণে গুম, হত্যা ও জেল-জুলুমের নির্যাতনের শিকার হচ্ছেন জনগণ। এই অবস্থায় গণতন্ত্রের কার্যক্রম করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, এই সরকার নির্বাচিত সরকার নয়। দখল করে ক্ষমতায় আছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় রয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। এক দশক ধরে তারা সু-পরিকল্পিতভাবে সংবিধান পরিবর্তন করেছে। সংবিধানকে এমন জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে, যেখানে শুধু মুখেই গণতন্ত্রের কথা। বিচার বিভাগে স্বাধীনতা নেই।  ১৯৯৪ সালের ঘটনায় কোনো হতাহতই হয়নি। সেখানে ৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। বিএনপি’র মহাসচিব অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার মামলাটি সাজানো মামলা। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। তিনি এই মামলায় জামিন যোগ্য, অথচ তাকে জামিন দেয়া হচ্ছে না। তিনি বলেন, এদেশকে পরনির্ভরশীল দেশে পরিণত করা হয়েছে। দেশে শিক্ষিত বহু বেকার চাকরি পায় না। অথচ সেখানে ভারতের কর্মীরা এই দেশ থেকে দশ বিলিয়ন ডলার নিয়ে গেছে। এই সরকার প্রকৃতপক্ষে জনগণের সরকার নয়। পুতুল সরকারে পরিণত হয়েছে। উন্নয়নের কথা বলে জনগণের পকেট থেকে টাকা নিয়ে গুটি কয়েকজনের উন্নয়ন করা হচ্ছে। এলএনজি আমদানীর সঙ্গে সরকারের লোকেরা জড়িত অভিযোগ করে তিনি বলেন, এর ফলে বাড়তি খরচের টাকা জনগণকে দিতে হচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দাবি করে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি হলেই গণতন্ত্রের মুক্তি হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার অস্বাভাবিক সরকার। এই সরকারের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। বাকশাল কায়েম করার এবং রাতের ভোটে গণতন্ত্রকে হত্যার ইতিহাস। জনগণের প্রতি এদের কোনো দরদ নেই। তাই সুবিধাবাদীর জন্য বাজেট দিয়েছে। ড্যাব-এর আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ. জেড এম জাহিদ হোসেন, ডা. হারুন আল রশিদ, ডা. মো. আব্দুস সালাম, ডা. একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, ডা. মো. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মেহেদী হাসান,  ডা. রফিকুল করিম লাবু, ডা. মোস্তফা রহিম স্বপন, ডা. মো. ওবায়দুল করিম খান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status