বাংলারজমিন

সিলেটে সরকারি কলেজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১০ জুলাই ২০১৯, বুধবার, ৮:৩২ পূর্বাহ্ন

 দেশের ৩৫০টি সরকারি কলেজ মসজিদে নিয়োজিত পাঁচ শতাধিক ইমাম-মুয়াজ্জিনের চাকরি জাতীয়করণের দাবিতে সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিন ঐক্যপরিষদের ডাকে মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিন ঐক্যপরিষদের সিলেট বিভাগীয় নির্বাহী সভাপতি ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সরকারি কলেজ জামে মসাজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ আলতাফের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজ জামে মসাজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশিকুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ জামে মসাজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন ও হোস্টেল মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মসজিদের ইমাম মাওলানা শরীফ মো. শাহজালাল, হাফিজ মাওলানা রেজাউল, মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা কলেজ মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, এমসি কলেজ জামে মসাজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা আনসার উদ্দিন ও মুয়াজ্জিন হাফিজ আব্দুস সোবহান, সিলেট শিক্ষাভবন মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, সিলেট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম মাওলানা এ কে এম রহমত উল্লাহ, শাহ ওলিউল্লাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা রইছ উদ্দিন, দারুল কুরআন মাদানী একাডেমির শিক্ষক মাওলানা ফজলুল করিম, ইঞ্জিনিয়ারিং কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা বজলুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের সকল সরকারি কলেজ মসজিদে, টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ, সরকারি আলিয়া মাদরাসা মসজিদ ও কারিগরি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদিমগণ কর্মরত রয়েছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীগণ সরকারি স্কেলে বেতন-ভাতাসমূহ পেয়ে থাকেন। কিন্তু যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনরা সরকারি সুযোগ-সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status