দেশ বিদেশ

সাজসরঞ্জাম ছাড়াই ইউরোপের সবচেয়ে উঁচু ভবন বেয়ে উঠলেন যুবক

মানবজমিন ডেস্ক

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১০:০৪ পূর্বাহ্ন

ইউরোপের সবচেয়ে উঁচু ভবন লন্ডনে অবস্থিত দ্য শার্ড। ভবনটির উপর থেকে দেখা যায় লন্ডন শহরের এক অনিন্দ্যসুন্দর দৃশ্য। উপরে পৌঁছানোর জন্য রয়েছে লিফট। কিন্তু সোমবার সকালে এক দুরন্ত যুবক সেভাবে উঠতে চাননি। ভবনটির চূড়ায় নিজের যাত্রা কিছুটা রোমাঞ্চকর করতে কোনোরকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়া খালি হাতে কাঁচ বেয়ে ওঠে গেলেন। তার এই যাত্রা নজরে পড়েছে অনেকের। সামাজিক যোগাযোগ মাধ্যমতো বটেই, স্থানীয় গণমাধ্যমেও সাড়া ফেলে দিয়েছেন তিনি।
দ্য গার্ডিয়ান ও বিবিসি’র খবরে বলা হয়, সোমবার সকাল ৫:১৫ মিনিটের দিকে ভবন বেয়ে ওঠেন নাম প্রকাশ না করা ওই ব্যক্তি। ভবনটির চূড়ায় ওঠার পর তাকে পুলিশি জেরার সম্মুখীন হতে হয়েছে। তবে সৌভাগ্যবশত তাকে গ্রেপ্তার করা হয়নি। গতবছর একই ভবন বেয়ে ওঠার কারণে মামলার শিকার হতে হয়েছিল এক ফরাসি নাগরিককে।
এর আগেও অনেকেই এই ৩১০ মিটার উঁচু ভবনটি বেয়ে ওঠেছেন। এর মধ্যে রয়েছেন ইউটিউবার ক্যাসঅনলাইন। তিনি ২০১৭ সালে চূড়ার কাছাকাছি তলা থেকে চূড়ায় বেয়ে ওঠেন। এ ছাড়া ২০১৩ সালে গ্রিনপিস পরিবেশবাদীদের একটি দল এক বিক্ষোভের সময় ভবনটি বেয়ে ওঠেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status