খেলা

এক ম্যাচে দুই রেকর্ডের হাতছানি রোহিতের

স্পোর্টস ডেস্ক

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৪০ পূর্বাহ্ন

পৃথক দুই রেকর্ডের হাতছানি রোহিত শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকালে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ভেঙে দেবেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত ৬টি বিশ্বকাপে অংশ নেন শচীন। ৪৪ ম্যাচে ৬টি সেঞ্চুরি হাঁকান তিনি। ২০১৫ ও ২০১৯- দুই বিশ্বকাপেই ৬ সেঞ্চুরি হয়ে গেছে রোহিতের। শচীনের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছুঁতে রোহিতের লাগলো মাত্র ১৬ ইনিংস! এর মধ্যে চলতি আসরেই ৫ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাতে ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। আর ২০০৩ বিশ্বকাপে ফাইনালসহ ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন শচীন। এখন পর্যন্ত যেটি এক আসরে সর্বাধিক রানের রেকর্ড। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রান করলে শচীনের এই কীর্তিকেও ছাড়িয়ে যাবেন রোহিত। ইতিমধ্যে ৮ ম্যাচে ৬৪৭ রান করে ফেলেছেন তিনি।
সেঞ্চুরি দিয়েই বিশ্বকাপ শুরু করেন রোহিত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানে অপরাজিত ছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭, পাকিস্তানের বিপক্ষে ১৪০, আফগানিস্তানের বিপক্ষে ১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮, ইংল্যান্ডের বিপক্ষে ১০২ ও বাংলাদেশের বিপক্ষে ১০৪ শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেন রোহিত। উল্লেখ্য, রোহিত-শচীনসহ  বিশ্বকাপের এক আসরে ৬০০’র বেশি রান করেছেন ৫ ক্রিকেটার। বাকি তিনজনের দুজন অস্ট্রেলিয়ান। ম্যাথিউ হেউডেন ও ডেভিড ওয়ার্নার। অপরজন বাংলাদেশের সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরিতে ৮ ম্যাচে ৬০৬ রানে আসর শেষ করেন সাকিব।
বিশ্বকাপের এক আসরে সাতটি ৫০-উর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড কেবল শচীন টেন্ডুলকার (২০০৩) ও সাকিব আল হাসানের (২০১৯)। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এ রেকর্ড স্পর্শের সুযোগ রোহিত শর্মার। বিশ্বকাপে টানা চার সেঞ্চুরির সুযোগটাও রোহিতের সামনে। ২০১৫ বিশ্বকাপে এমন নজির গড়েন লঙ্কান গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status