খেলা

ফার্গুসনকে নিয়ে কিউই কোচের হুঙ্কার

স্পোর্টস রিপোর্টার

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৪০ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে ডানহাতি পেসার লকি ফার্গুসনের অভাব বোধ করেছে নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং চোটের কারণে  ওই ম্যাচে খেলতে পারেননি ফার্গুসন। ম্যাচটিতে কিউইরা বড় ব্যবধানে পরাজিত হয়। তবে আজ ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত নিউজিল্যান্ডের এই গতি তারকা। আর নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড মনে করেন, ভারতের বিপক্ষে ব্যবধান গড়ে দিতে পারেন ফার্গুসন। স্টিড বলেন, ‘আমি নিশ্চিতভাবেই লকির খেলা নিয়ে আশাবাদী। গত ম্যাচটি (ইংল্যান্ডের বিপক্ষে) যদি সেমিফাইনাল কিংবা ফাইনাল হতো, আমরা তাকে খেলাতাম। কিন্তু পূর্ব সতর্কতার জন্য একাদশে নেয়া হয়নি। কারণ ওর হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছিল যেটি সারতে ৪৮ ঘন্টার মতো বিশ্রামের দরকার হয়। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো।’
চলতি আসরে দারুণ বোলিং করছেন ২৮ বছর বয়সী ফার্গুসন। ৭ ম্যাচে ১৮.৫৮ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। সর্বাধিক উইকেট শিকারি বোলারের তালিকায় ভারতের জসপ্রিত বুমরাহ, পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইংল্যান্ডের জফরা আর্চারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ফার্গুসন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো বোলিং করেছিলেন তিনি। ৩৩ রানে নেন ১ উইকেট। ফার্গুসনের উপর তাই আস্থা রাখছেন কিউই কোচ গ্যারি স্টিড।  সেমিফাইনাল সামনে রেখে স্টিড বলেন, লকিকে বল করতে দেখাটাই আমার কাছে আনন্দের। মনে হচ্ছে, সেমিফাইনালে সে একটা ব্যবধান গড়ে দেবে।
তবু গাপটিলে আস্থা স্টিডের
রাউন্ড রবিন লীগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৩ রানের ইনিংসের পর আর কোনো ফিফটি পাননি নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। তবে অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটসম্যানের ওপর আস্থা রাখছেন কিউই কোচ গ্যারি স্টিড। অফফর্মে থাকা গাপটিলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘মার্টিনের (গাপটিল) অনেকগুলো ওয়ানডে সেঞ্চুরি (১৬) আছে। সে আমাদের মূল খেলোয়াড়দের একজন। আমাদের কাজ হলো, তাকে মানসিকভাবে সমর্থন দেয়া। কে জানে? পরের ম্যাচেই (সেমিফাইনাল) হয়তো ১৫০ রানের ইনিংস খেলে ফেলবে গাপটিল। তখন আর কেউ তার ব্যাপারে সমালোচনা করবে না।’
গত আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মার্টিন গাপটিল । এক ডাবল সেঞ্চুরিতে ৫৪৭ রান রান সংগ্রহ করেন তিনি। গাটটিলের ২৩৭* স্কোরটি বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। নিউজিল্যান্ডকে রানার্সআপ বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। কিন্তু এবার শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরির পর বাকি ম্যাচগুলো বেশ বাজে কেটেছে তার। ২৫, ০, ৩৫, ০, ৫, ২০, ৮- এই হলো বিশ্বকাপে গাপটিলের গত ৭ ইনিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status