খেলা

এশিয়ান সিটিজ দাবায় ১৪ দল

স্পোর্টস রিপোর্টার

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৩৯ পূর্বাহ্ন

১০ দেশের ১৪টি দল নিয়ে আগামী ১৮ই জুলাইয়ে প্রথমবারের মতো ঢাকায় বসছে এশিয়ান সিটিজ দাবা দলগত চ্যাম্পিয়নশিপের আসর। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশের তিনটি ও ভারতের দু’টি দল রয়েছে। নিয়াজ মোর্শেদ ছাড়া বাংলাদেশের বাকি চার গ্র্যান্ডমাস্টার খেলবেন। এছাড়া টুর্নামেন্টে আসছেন ইরানের তিন গ্র্যান্ডমাস্টার। অংশ নেয়া দলগুলো হলো- আফগানিস্তান, দুবাই, মালয়েশিয়ার শাহ আলম সিটি, শ্রীলঙ্কা, পাকিস্তান, টিম কাঠমান্ডু, ভারতীয় দাবা দল ও টিম ললিতপুর, চাইনিজ তাইপে, মঙ্গোলিয়া, ইরান এবং বাংলাদেশের গোপালগঞ্জ, বিএনএসসিবি ঢাকা দল ও চট্টগ্রাম সিটি দাবা দল। রাজধানীস্থ ফার্স হোটেলে দলগুলোর আবাসন ও খেলার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৮০ লাখ টাকা। টাইটেল স্পন্সর হিসেবে থাকবে কে-এন হার্বার কনসোর্টিয়াম। বিজয়ী দলকে ছয় হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এ সময় সহ-সভাপতি গাজী সাইফুল তারেক এবং টুর্নামেন্টে কমিটির চেয়ারম্যান ও র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এমরানুল হাসান উপস্থিত ছিলেন। ১৯৯০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা সিটি। এশিয়ান দাবা ফেডারেশন ২৫ হাজার মার্কিন ডলার দিচ্ছে বাংলাদেশকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status