খেলা

মেসির সমালোচনায় ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে বিদায় নেয়ার পর টুর্নামেন্টের আয়োজকদের নিয়ে প্রশ্ন তোলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিতর্কিত লালকার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। ম্যাচ শেষে বিস্ফোরক কথা বলে খবরের শিরোনাম হয়েছেন মেসি। চিলির বিপক্ষে জয়ের পর পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান আর্জেন্টিনা দলের অধিনায়ক । এবং বলেন, দুর্নীতির অংশ হবেন না বলেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি তিনি। আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির সমালোচনা করে ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে বলেন, ‘মেসির আরও বেশি সম্মান দেখাতে হবে। এবং সেটা মেনে নেয়া উচিত যখন সে হারে।’ ব্রাজিলের বিপক্ষে হারের পর মেসি বলেছিলেন, ‘ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতেই সবকিছু করা হচ্ছে। দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনও (কনমেবল) ব্রাজিলের পক্ষে কাজ করছে।’ এর জবাবে ব্রাজিল কোচ বলেন, ‘কথাবার্তায় মেসির আরো সর্তক এবং সম্মান দেখানো উচিত। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল পরিষ্কার ফুটবল খেলেছে। হ্যা, তবে চিলির বিপক্ষে অন্যায়ভাবেই মেসিকে লাল কার্ড দেয়া হয়েছে। এটা হলুদ কার্ড হতে পারতো। কিন্তু মেসির আরো সর্তক হতে হবে।’ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন মেসি। রেফারি ব্রাজিলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে বলেও অভিযোগ করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি। বার্সার এই তারকার অভিযোগ নিয়ে তিতে বলেন, ‘আমি মেসির সঙ্গে একমত নই। মেসি একজন পেশাদার ফুটবলার। সে কঠোর পরিশ্রম করেছে এই টুর্নামেন্টের জন্য। কিন্তু ব্রাজিলের কাছে হেরে কোপা থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার মতো দলকে হারানোটা ব্রাজিলের জন্য বড় অর্জন। এখন এটা নিয়ে মানুষ কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না। যদিও মেসির কথাতেও কিছু আসে যায় না।’


এবার কোপা আমেরিকা ভালো যায়নি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসির। সেমিফাইনালের আগে তিনি নিজেই বলেছিলেন, এটা আমার সেরা কোপা আমেরিকা নয়। পুরো আসরে মাত্র একটি গোল পেয়েছেন ৩২ বছর বয়সী এই বার্সা তারকা। গত দুই আসরে চিলির বিপক্ষে টাইব্রেকারে ফাইনালে হার দেখেছিল মেসি বাহিনী। এবার  আসরের তৃতীয় স্থানে থেকে  কোপা মিশন শেষ করেছে আলবিসেলেস্তেরা। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status