খেলা

সুযোগটা নিতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের  প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে হেরেছিল কোহলির ভারত। মূলপর্বে রাউন্ড রবিন লীগের ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আর সেমিফাইনাল সামনে রেখে ভারত অধিনায়ক বলেন, ‘ফাইনালে যাওয়ার এটাই (নিউজিল্যান্ডের বিপক্ষে জয়) একমাত্র সুযোগ।’ কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে কোহলি বলেন, ‘আমরা খোশ মেজাজে আছি। দলের সবাই বেশ নির্ভার। আমরা ম্যাচটা নিয়ে বেশ আত্মবিশ্বাসী। দলের সবাই কঠোর পরিশ্রম করছে। ম্যাচে আমাদের ভালো খেলতে হবে, কারণ আমরা জানি ভালো খেললে সবকিছুই সহজ হয়ে যাবে। আর সবাই বেশ লম্বা টুর্নামেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমরা সেমিফাইনালে উঠতে পেরে আনন্দিত। ফাইনালে যেতে একটা সুযোগই আমাদের সামনে। তাই এ ম্যাচ নিয়ে দলের সবাই মুখিয়ে আছে।’
চলতি টুর্নামেন্টে ব্যাটিংয়ে টপঅর্ডার ভালো করলেও মিডলঅর্ডার নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়েছে ভারত। মিডলঅর্ডারে একাধিকবার পরিবর্তন আনাও হয়েছে।  ওপেনিং থেকে শুরু করে মিডলঅর্ডারে সবখানেই ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। আর ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তনে অনেক কিছু শেখার আছে বলেও মনে করেন তিনি। বিরাট কোহলি বলেন, ‘বিশ্বকাপে আমার ভিন্ন দায়িত্ব পালন করতে হচ্ছে। অধিনায়ক হিসেবে সব দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হয়। রোহিত শর্মা রানে আছে। তার মানে রোহিতই অর্ধেক ইনিংস উইকেটে থাকে। এর পরে খেলতে নেমে ভিন্ন দায়িত্ব পালন করতে হয়।’ আর ভারতের মিডলঅর্ডার নিয়ে কোহলি বলেন, ‘পরে উইকেটে নেমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হয় মিডলঅর্ডারের। যে কাজটি করে আসছে হার্দিক পান্ডিয়া, এমএস ধোনি ও কেদার যাদব। এখনতো ঋষভ পান্তও রয়েছে দলে।’
৮ ম্যাচে ৫ ফিফটিতে ৪৪২ রান সংগ্রহ করেছেন ভারতের ‘রান মেশিন’ খ্যাত কোহলি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি ভারত অধিনায়ক। সেঞ্চুরি না পাওয়া নিয়ে কোহলি বলেন, ‘আমি আমার দায়িত্বটা বুঝি। ওয়ানডে ক্রিকেটে আপনি কোন পরিস্থতিতে ব্যাট করছেন তার উপর নির্ভর করে ব্যাক্তিগত মাইলফলক। সত্যি বলতে আমি সেদিকে নজর দিচ্ছি না।’
ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান
    ম্যাচ    ভারতের জয়    নিউজিল্যান্ডের জয়    টাই/নিষ্ফল
    ১০৬    ৫৫    ৪৫    ১/৫
    বিশ্বকাপে মুখোমুখি        ভারতের জয়    নিউজিল্যান্ডের জয়
    ৭        ৩        ৪
দলীয় সর্বোচ্চ
দল    স্কোর    ভেন্যু    সাল
ভারত    ৩৯২/৪    ক্রাইস্টচার্চ    ২০০৯
নিউজিল্যান্ড    ৩৪৯/৯    রাজাকোট    ১৯৯৯
দলীয় সর্বনিম্ন
দল    স্কোর    ওভার    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ৭৯    ২৩.১    বিশাখাপত্তম    ২০১৬
ভারত    ৮৮    ২৯.৩    ডাম্বুলা    ২০১০
সর্বোচ্চ/সর্বনিম্ন ম্যাচ অ্যাগ্রিগেট
রান    উইকেট    ওভার    জয়ী    ভেন্যু    সাল
৭২৬    ১৪    ৯৫.১    ভারত    ক্রাইস্টচার্চ    ২০০৯
১৮৫    ১২    ৪৫.৩    নিউজিল্যান্ড    হ্যামিল্টন    ২০১৯
রানের/উইকেটের ব্যবধানে বড় জয়
জয়ী    ব্যবধান    টার্গেট    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ২০০ রান    ২৮৯    ডাম্বুলা    ২০১০
ভারত    ১৯০ রান    ২৭০    বিশাখাপত্তম    ২০১৬
নিউজিল্যান্ড    ১০ উইকেট    ১১৩    মেলবোর্ন    ১৯৮১
ভারত    ৯ উইকেট    ২২২    নাগপুর    ১৯৮৭
রান/উইকেটের ব্যবধানে ছোট জয়
জয়ী    ব্যবধান    টার্গেট    ভেন্যু    সাল
ভারত    ১ রান    ২২২    ওয়েলিংটন    ১৯৯০
নিউজিল্যান্ড    ৬ রান    ২৪৩    দিল্লি    ২০১৬
ভারত    ১ উইকেট    ২০০    অকল্যান্ড    ২০০৩
নিউজিল্যান্ড     ৩ উইকেট    ২০৫    ব্রিসবেন    ১৯৮০
সর্বাধিক রান
খেলোয়াড়    ম্যাচ    রান    সর্বোচ্চ    গড়    ১০০/৫০
শচীন টেন্ডুলকার    ৪২    ১৭৫০    ১৮৬*    ৪৬.০৫    ৫/৮
বিরাট কোহলি*    ২২    ১৩০২    ১৫৪*    ৬৮.৫২    ৫/৭
নাথান অ্যাস্টল    ২৯    ১২০৭    ১২০    ৪৩.১০    ৫/৫
বীরেন্দর শেবাগ    ২৩    ১১৫৭    ১৩০    ৫২.৫৯    ৬/৩
রস টেইলর*    ৩১    ১১১৭    ১১২*    ৪১.৩৭    ২/৬
*বর্তমান দলের খেলোয়াড়।
সর্বাধিক উইকেট
খেলোয়াড়    ম্যাচ    উইকেট    সেরা    গড়    ইকো.
জাগাভাল শ্রীনাথ    ৩০    ৫১    ৪/২৩    ২০.৪১    ৩.৯৩
অনীল কুম্বলে    ৩১    ৩৯    ৫/৩৩    ২৭.৮৪    ৪.১১
কপিল দেব    ২৯    ৩২    ৩/২৬    ২৭.৬০    ৩.৪৪
কাইল মিলস    ২৯    ৩২    ৩/৪২    ৩৪.৫৩    ৪.৮৯
টিম সাউদি*    ১৮    ২৬    ৪/৪৯    ৩৭.৩৪    ৬.১৮
মোহাম্মদ শামি*    ৯    ২০    ৪/৫৫    ২২.৭০    ৬.২১
*বর্তমান দলের খেলোয়াড়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status