খেলা

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

একযুগের অপেক্ষার অবসান

স্পোর্টস ডেস্ক

৮ জুলাই ২০১৯, সোমবার, ১১:৩৫ পূর্বাহ্ন

একযুগ পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো ব্রাজিল। রিওডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শিরোপা জয়ের উল্লাসে মাতে কোচ তিতের শিষ্যরা। পেরুর বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় সেলেসাওরা।
ঘরের মাঠে হারে না ব্রাজিল। সেটা আবারো প্রমাণ করলো দানি আলভেস, জেসুসরা। এর আগে চারবার (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯) কোপা আয়োজন করে চারবারই শিরোপা জিতেছিলো সাম্বার দেশ ব্রাজিল। আর শেষ ২০০৭ সালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো ব্রাজিল। এবার পেরুকে হারিয়ে একযুগে শিরোপা অপেক্ষা কাটালো সেলেসাওরা। এদিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন গেব্রিয়েল জেসুস, এভারটন সোয়ারেস ও রিচার্লিসন। তবে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসুসের ফাইনাল জয়ে আনন্দটা লাল কার্ড দেখেও কমাতে পারেনি। ম্যাচে নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। এবং ম্যাচের ৭০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ম্যানসিটি ফরোয়ার্ডকে। লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের আসরে এই নিয়ে নয়বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

এদিন ম্যাচের ১৫তম মিনিটে এভারটনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। জেসুসের পাস থেকে পেরুর জালে বল জড়ান এভারটন। বিরতির এক মিনিটে আগে সমতায় ফেরে পেরু। ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে পেরুভিয়ান স্ট্রাইকার পাওলো গুরেরেরো গোলে স্কোর লাইন ১-১ করেন। প্রধমার্ধে যোগকরা সময় (৪৫+৩) গেব্রিয়েল জেসুসের গোলে ফের এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। তাতে ১০ জনের দলে পরিনত হয় ব্রাজিল। ম্যাচের ৯০তম মিনিটে ডি-বক্সের ভিতর ফাউলের শিকার হন এভারটন। পেনাল্টি থেকে গোল করে ৩-১ গোলে জয় তুলে নেয় সেলেসাওরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status