দেশ বিদেশ

এরশাদের অবস্থা ভালো বা খারাপ হয়নি- জিএম কাদের

স্টাফ রিপোর্টার

৮ জুলাই ২০১৯, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নতি হলেও তিনি বিপদমুক্ত নন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। গতকাল দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা বলেন। জি এম কাদের বলেন, মেডিকেল ইভাল্যুয়েশন অনুযায়ী তার শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নত হয়েছে। তবে সেটা কৃত্রিমভাবে ও ওষুধের সাহায্যে। এখন তিনি তা ধরে রাখতে পারলে, সার্বিক উন্নতির দিকে যাবেন। তবে এখন মেশিনের সাহায্যে যে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে, সেটা কতক্ষণ ধরে রাখতে পারবেন চিকিৎসকরা নিশ্চিত নন। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছে তার পালস রেট, বিপি স্বাভাবিক হয়ে আসছে। তবে এই স্বাভাবিকতা পুরোটাই মেশিন ও ওষুধের সাহায্যে। তিনি কতটা পজিটিভ রেন্সপন্স করেন, সেটা দেখবেন চিকিৎকরা। এরপর তারা কোনো সাপোর্ট ছাড়া দেখবেন, কোনো পজিটিভ ইনডিকেটর দেখা যায় কিনা? তবে তিনি বিপদমুক্ত নন। গতকাল সকালে এরশাদকে হেমো ডায়া ফিল্টারেশন দেয়া হয়েছে। এছাড়া অবস্থা বুঝে হেমো পারফিউশন দেয়া হবে। তার অবস্থা স্থিতিশীল, গতকাল যা ছিলো তার চেয়ে ভালো বা খারাপ হয়নি। এরশাদ গত ২৬শে জুন জ্বর ও ফুসফুসে ইনফেকশন নিয়ে সিএমএইচে ভর্তি হন। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয়। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার বিকালে লাইফ সাপোর্টে নেয়া হয়। এখন পর্যন্ত তিনি সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টেই রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status