দেশ বিদেশ

শাহজালালে ২৮টি স্বর্ণবারসহ চীনা নাগরিক আটক

স্টাফ রিপোর্টার

৮ জুলাই ২০১৯, সোমবার, ৯:২১ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণবারসহ এক চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। গতকাল বেলা ১১টায় দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটযোগে আসা জিয়ান জু নামে ওই চীনা নাগরিককে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা জানতে পারে ইকে-৫৮২ বিমানে মাসে এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এমন খবরে কাস্টমস গোয়েন্দারা আগে থেকে সতর্ক ছিলেন। ওই ফ্লাইটে আসা যাত্রীদের দিকে তারা নজর রাখেন। এক পর্যায়ে ওই চীনা নাগরিককে শনাক্ত করা হয়।
কাস্টমস গোয়েন্দারা জানান, চীনা ওই নাগরিক গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে জানতে চাওয়া হয় তার কাছে স্বর্ণ আছে কিনা। প্রথমে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তার দেহ তল্লাশি করা হয়। কিন্তু দেহ তল্লাশি করে তার কাছে কিছু পাওয়া যায় নি। পরে তার লাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ খোলা হলে তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ২৮টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন সোয়া তিন কেজি। আনুমানিক বাজার দর এক কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। পরে জিয়ান জু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status