খেলা

‘ওইভাবে চিন্তা করলে এটা খুবই বাজে ফল’

স্পোর্টস রিপোর্টার, লন্ডন থেকে

৮ জুলাই ২০১৯, সোমবার, ৯:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপে ব্যাটে-বলে সাকিব আল হাসান ছিলেন দ্যুতিময়। ব্যাট হাতে ছয়শোর বেশি রান করেছেন, নিয়েছেন ১১ উইকেট। সাকিবের নিজের ব্যক্তিগত নৈপুণ্যের আক্ষেপ আর কী থাকতে পারে। কিন্তু শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ে তালিকার অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আর এটাকে দলের বাজে ফল বলেই মনে করেন সাকিব। দারুণ আশা জাগানো শুরু করে মানুষের প্রশংসা পেয়েও দল হিসেবে যে শেষটা ভালো করতে পারলেন না, এটা সাকিবের দুঃখ।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একপেশে ম্যাচে হারের পর শনিবার লন্ডন থেকে দেশের পথে রওয়ানা হন ক্রিকেটাররা। ইউরোপে ছুটি কাটাবেন বলে তাতে সঙ্গী হননি সাকিব। টিম হোটেলে ছুটির আমেজের মধ্যেও এল বিশ্বকাপের হতাশা, সাকিবের কণ্ঠে ঝরল আক্ষেপ।
নিজের দারুণ নৈপুণ্যে সবার ভূয়সী প্রশংসা পাচ্ছেন সাকিব। শুরুতে দল ভালো করাতেও মিলছিল তেমনটা। তবে এসব কিছুই মূল্যবান হতো যদি তারা যেতে পারতেন সেমিফাইনালে। বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসা বাবা-মাকে বিদায় জানিয়ে খানিক পরে বিশ্বসেরা অলরাউন্ডার এলেন সংবাদমাধ্যমের সামনে। বললেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলেন, খুবই খুশি। যে ধরনের ইচ্ছা, মন-মানসিকতা নিয়ে এসেছিলাম, সেদিক দিয়ে আমি খুশি, তৃপ্ত।’
সাকিব বলেন, ‘যেভাবে আমাদের নিয়ে সব সাবেক ক্রিকেটার ও বাইরের দেশের মানুষ বলেন, সবাই প্রশংসা করেছে, সেটির যথার্থ মূল্য দিতে পারতাম যদি সেমিফাইনালে খেলতে পারতাম। সেখানেই আমাদের একটি ব্যবধান থেকে গেছে। দিনশেষে, দক্ষিণ আফ্রিকা (অস্ট্রেলিয়ার বিপক্ষে) জিতলে আমরা আট নম্বরে নেমে যাবো। ওইভাবে চিন্তা করলে খুবই বাজে ফল।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। ৩৩০ রানে পুঁজি নিয়ে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। নিউজিল্যান্ডের সঙ্গে সমান তালে লড়ে হারার পর ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ফের আলোড়ন তুলেছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ রাখতে পারেনি দল। বড় ম্যাচে নিতে পারেনি চাপ। একের পর এক ভুলে বেড়েছে হতাশা। শেষটায় এসে পাকিস্তানের কাছে বিব্রতকর হারও দেখতে হয়েছে।
সব মিলিয়ে দলের পারফরম্যান্সে নিজের হতাশাই জানান সাকিব। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার বলেন ‘বাইরের সবাই যেভাবে আমাদের প্রশংসা করেছে, সেটির যথার্থ মূল্য হয়তো আমরা দিতে পারলাম না। অনেকেই বলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। কিন্তু ওই মাচে যদি আমরা হেরে যেতাম? ওই ম্যাচ ছাড়াও আমাদের সুযোগ ছিল, সেই সুযোগ আমরা পুরোপুরি নিতে পারিনি।’
আসরে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছেন সাকিব আল হাসান। বল হাতে তার শিকার ১১ উইকেট। কিন্তু আসরের রাউন্ড রবিন লীগ পর্ব শেষে বাংলাদেশের নাম শোভা পাচ্ছে তালিকার অষ্টম স্থানে। কেবল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান রয়েছে বাংলাদেশের পেছনে। সাকিব বলেন, ‘আমি ভালো করলাম, কিন্তু দল সেমিফাইনাল খেলতে পারলো না। আক্ষেপ হলো আমরা দল হিসেবে খেলতে চেয়েছিলাম, সেটা করতে পারলাম না। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, ঠিকভাবে সেটা পূরণ করতে পারলাম না’
বাংলাদেশ যদি সেমিফাইনালে যেত, তার রানটা নিশ্চিত আরও বাড়তো। হয়তো বাড়তো উইকেটসংখ্যা। ব্যক্তিগত পরিসংখ্যান হতো আরও উজ্জ্বল। করতে পারতেন আরও অনেক অনেক রেকর্ড। সাকিব অবশ্য জানিয়ে রাখলেন, রেকর্ডের জন্য খেলেন না তিনি। বলেন ‘এসব নিয়ে কখনো চিন্তা করিনি। যে সুযোগ এসেছে আমার কাছে সেটা যথেষ্ট ছিল। ওসব নিয়ে আমি খুব একটা চিন্তা করিনি। রেকর্ডের কথা ভেবে খেলার মানুষ আমি নই।’
বিশ্বকাপের ৮ ইনিংসে সাকিবের সংগ্রহ ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১, ৬৬ ও ৬৪। সাকিব জানালেন সবচেয়ে কঠিন ছিল সাউদাম্পটনের স্পিন-সহায়ক উইকেটে আফগান স্পিনারদের বিপক্ষে খেলা। আর পছন্দের ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটা। সাউদাম্পটনে সাকিব আল হাসানের ৫১ রানের সুবাদে ২৬২ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ২০০ রানে থামে আফগানিস্তানের ইনিংস। আর ইংল্যান্ডের বিপক্ষে দল হারলেও ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেন সাকিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status