বিশ্বজমিন

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের

মানবজমিন ডেস্ক

৬ জুলাই ২০১৯, শনিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। হেনলে পাসপোর্ট সূচকে এই তথ্য দেয়া হয়েছে। কোন দেশের পাসপোর্টধারী বিশ্বের কতটি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারেন তার উপর ভিত্তি করে সূচকটি তৈরি। শীর্ষ অবস্থানে যৌথভাবে অবস্থান করছে এশিয়ার দুই দেশ জাপান ও সিঙ্গাপুর। এই দুই দেশের নাগরিকরা বিশ্বের প্রায় প্রতিটি দেশে- ১৮৯টি গন্তব্যে, বিনা ভিসায় যেতে পারেন। অপরদিকে, মালদ্বীপের পাসপোর্টধারীরা ৮৪টি দেশে অন এরাইভাল ভিসা সুবিধা পান। এই র‌্যাঙ্কিয়ে মালদ্বীপের অবস্থান ৬২। বাংলাদেশ রয়েছে ১০১তম অবস্থানে। বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ৩৭টি দেশে। মৌরিতানিয়া, সাওটোমে এন্ড প্রিন্সিপে’র সঙ্গে ৮৬তম অবস্থানে রয়েছে ভারত। তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা আগে ভিসা না নিয়ে বিশ্বের মাত্র ২৫টি দেশে যেতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status