বাংলাদেশ কর্নার

অনন্য রেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিরত্ন

স্পোর্টস রিপোর্টার

১ জুলাই ২০১৯, সোমবার, ৯:২৪ পূর্বাহ্ন

এখনো টিকে আছে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামীকাল ভারতের বিপক্ষে জয় চাই টাইগারদের। সামপ্রতিককালে ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই বাংলাদেশের ক্রিকেট মহলে অন্যরকম উন্মাদনা আর উত্তেজনা। ইংল্যান্ডের বিপক্ষে ভারত জিতুক না জিতুক, আগামীকাল ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনার এতটুকু কমবে না বলেই মনে করছে বাংলাদেশ সমর্থকরা। আর এই ম্যাচে নতুন এক রেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিরত্ন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীম।
এক যুগ আগে ক্রিকেটের বিশ্বমঞ্চে আবির্ভাবেই হইচই ফেলেছিলেন তারা। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ সেই জয়ে ফিফটি পেয়েছিলেন তিন তরুণ সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। সেই শুরু, এরপর বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ মানেই সাকিব-তামিম-মুশফিকদের ম্যাচও। আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিরত্নের আবির্ভাবের পর চার বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ খেলেছে ২৭টি। সব কটি ম্যাচেই দলে থেকে দারুণ এক রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন সাকিব, তামিম ও মুশফিক। বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের নির্দিষ্ট তিন খেলোয়াড়কে নিয়ে টানা ২৭ ম্যাচ খেলার কীর্তি রয়েছে শ্রীলঙ্কারও। ২০০৭ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত টানা ২৭ ম্যাচ খেলে খেলেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশান। সাকিব-তামিম-মুশফিকদের সুযোগ এবার এ তিন লঙ্কানকে ছাড়িয়ে যাওয়ার। মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামলেই রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেবেন বাংলাদেশের ত্রিরত্ন। বৃষ্টিতে এবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি কিংবা ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি ভেসে না গেলে অবশ্য আগেই লঙ্কানদের কীর্তি ছাড়িয়ে যেতেন সাকিব-তামিম-মুশফিকরা। তবে এবারের বিশ্বকাপে এমন শীর্ষ রেকর্ডটি ছোঁয়ার সুযোগও রয়েছে বাংলাদেশের ত্রিরত্নের। সেই রেকর্ডে ভাগ বসাতে হলে অবশ্যই ফাইনালে উঠতে হবে বাংলাদেশকে। আর বৃষ্টিতে একেবারেই ভেসে যাওয়া চলবে না কোনো ম্যাচ।
বিশ্বকাপে তিন খেলোয়াড়ের একসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাসের। বিশ্বকাপে তারা একসঙ্গে খেলেছেন ৩১ ম্যাচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status