বাংলাদেশ কর্নার

ইয়র্কারে বুমরাহ-স্টার্কদের চেয়ে এগিয়ে সাইফুদ্দিন

স্পোর্টস ডেস্ক

৩০ জুন ২০১৯, রবিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। পাঁচ ইনিংসে সাইফুদ্দিনের শিকার ১০ উইকেট। বাংলাদেশ দলের অন্যতম সফল বোলার তিনি। সাইফুদ্দিনের মতো দশ উইকেট পেয়েছেন বাংলাদেশের আরো দু’জন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে সাকিব-মোস্তাফিজের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন সাইফুদ্দিন। আর একটি জায়গায় সাইফ ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা  পেসারদেরও। ইয়র্কার ডেলিভারিতে তরুণ এই পেসার ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ক ও জসপ্রিত বুমরাহসহ অনেককে।
ব্যাটসম্যানদের স্বর্গখ্যাত ইংল্যান্ডের উইকেটগুলোতে বাংলাদেশের অন্য পেসাররা খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে না পারলেও ব্যতিক্রম সাইফুউদ্দিন। নিয়ন্ত্রিত বোলিংয়ের দিক থেকেও দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার তিনি। সাইফুদ্দিন এগিয়ে আছেন ইয়র্কার ডেলিভারির দিক থেকেও। সবচেয়ে বেশি ইয়র্কার করার দিক থেকে তার অবস্থান দ্বিতীয়। তালিকায় বাকি সব বোলারই ব্যাটসম্যানদের ভীতি ছড়ানো পেসার। সবচেয়ে বেশি ৪৪টি ইয়র্কার ডেলিভারি করেছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২৫টি ইয়র্কার ডেলিভারির মাধ্যমে ব্যাটসম্যানদের চাপে ফেলা বোলারদের মধ্যে সাইফুদ্দিন রয়েছেন লাসিথ মালিঙ্গার পরই। এক্ষেত্রে সাইফুদ্দিন এখন পর্যন্ত পেছনে রেখেছেন  অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক ও মার্কাস স্টইনিস, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, ভারতের জসপ্রিত বুমরাহর মতো তুখোর পেসারদের। সবচেয়ে বেশি উইকেট শিকারি স্টার্ক ইয়র্কার ডেলিভারি করেছেন ২৪টি, অর্থাৎ সাইফুদ্দিনের চেয়ে একটি কম। চতুর্থস্থানে থাকা স্টইনিসের ইয়র্কার ডেলিভারির সংখ্যা ১৯টি। আর ফার্গুসন ও বুমরাহ দুজনই ইয়র্কার করেছেন ১৮টি করে। এদের চেয়ে সাইফদ্দিন একটি ম্যাচ কম খেলেছেন।

বিশ্বকাপে ইয়র্কার ডেলিভারি
খেলোয়াড়    ইয়র্কার
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)     ৩৬
মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ)     ২৫
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)     ২৪
মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া)     ১৯
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)     ১৮
জসপ্রিত বুমরাহ (ভারত)    ১৮
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status