ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির পথে ভারত

স্পোর্টস ডেস্ক

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৩:২০ পূর্বাহ্ন

একপেশে লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত। আর এ হারে বিদায় নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজের। ৬ ম্যাচে টানা ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ভারত। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজেয় তারা। আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। অস্ট্রেলিয়া ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এরিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। সাত পয়েন্ট কওে ঝুলিতে আছে বাংলাদেশ ও পাকিস্তানের।
ম্যানচেস্টারে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোরের তাড়ায় শুরু থেকে সুস্থির দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজকে। বরং গতি দিয়ে ক্রিস গেইল আর সুনীল আম্ব্রিসকে দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন ভারতীয় পেসাররা। ব্যাটিং দানব গেইলকে ৬ রানে বিদায় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরা শুরু করেন মোহাম্মদ শামি। পরে শাই হোপকে বোল্ড করে নিজের আধিপত্যটা জানান দেন আরও। সুনীল আম্ব্রিস কিছুক্ষণ চেষ্টা করলেও ৩১ রানের বেশি করতে পারেননি। তাকে বিদায় দিয়ে ক্যারিবীয়দের দুর্দশা বাড়িয়ে দেন হার্দিক পান্ডিয়া। এরপর শুধু আসা-যাওয়ার মিছিল ছিল ক্যারিবীয় শিবিরে। ভারতীয় বোলিংয়ে থিতু হওয়ার লক্ষণ দেখা যায়নি তাদের মাঝে। নিকোলাস পুরানের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান ছাড়া পরের ব্যাটসম্যানরা ছিলেন শুধু আসা-যাওয়ার মাঝে। হার্ড হিটার ব্র্যাথওয়েটও ছিলেন বাক্সবন্দী। বুমরাহর বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলে ক্যারিবীয়দের ইনিংসের সমাপ্তিটা দ্রুততর হয়ে যায় আরও। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৩৪.২ ওভারে গুটিয়ে যায় ১৪৩ রানে। ৬.২ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়ে সেরা ছিলেন সামি। দুটি করে নেন বুমরাহ ও চাহাল। একটি করে নেন পান্ডিয়া ও যাদব।
শুরুতে টস জিতে ভারতের ব্যাটিংয়ে নামার সময় রান উৎসবের প্রত্যাশা করেছিলেন অনেকে। কিন্তু ক্যারিবিয়ানদের চমৎকার বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তারা করে ২৬৮ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status