খেলা

স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগোলো : শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১:৩৫ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডকে হারিয়ে স্বপ্নপূরণের আরো একটি ধাপ এগোলো পাকিস্তান, মনে করেন সাবেক গতি তারকা শোয়েব আখতার। কিউইদের বিপক্ষে জয়ের পর ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজমের প্রশংসাও করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘বাবর আজমের কাছ থেকে ম্যাচজয়ী ইনিংস। হারিস সোহেলের অসাধারণ ব্যাটিং প্রদর্শনী। ফিরেই কি কারিশমা না দেখাচ্ছে সে। শাহীন আফ্রিদির গতির সঙ্গে আক্রমণ। পাকিস্তান জিন্দাবাদ। স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগোলো।’
আসরে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে উঠে এসেছে পাকিস্তান। হাতে রয়েছে আর দুটি ম্যাচ। ওই ম্যাচগুলো জিতলেই শেষ চারে খেলার সম্ভাবনা থাকবে  ৯২’র চ্যাম্পিয়নদের। আগামী ২৯ জুন আফগানিস্তান ও ৫ জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল।

পাকিস্তানের দেয়ালে পিঠ ঠেকে গেল তারা দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বলে মনে করেন সাবেক এই গতি তারকা, ‘পাকিস্তান দল ও দেশকে কখনো কোণঠাসা করবে না। কারণ এদের পিঠ দেয়ালে ঠেকে গেলে এরা দারুণভাবে ঘুড়ে দাঁড়ায়। আমরা সত্যিই দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছি। সাবাস পাকিস্তান দল। আমরা পারি।’

এ জয়ে নায়ক বাবর আজম। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ১২৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। সেঞ্চুরিয়ান বাবরকে যোগ্য সঙ্গ দেন হারিস সোহেল। ৭৬ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাতে সহজেই নিউজিল্যান্ডের দেয়া ২৩৮ রানের লক্ষ্য টপকে যায় পাকিস্তান। বল হাতে মাত্র ২৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে কিউইদের অল্প রানে বেঁধে রাখেন শাহীন আফ্রিদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status