বিনোদন

তথ্য মন্ত্রণালয়ে টেলিভিশনের চার নেতার ১৯ সুপারিশ

স্টাফ রিপোর্টার

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১:১৫ পূর্বাহ্ন

বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ প্রচারে নীতিমালা প্রায় চূড়ান্ত করেছে সরকার। এ বিষয়ে মতামত নিতে সংশ্লিষ্ট চার সংগঠনের নেতাদের গতকাল মন্ত্রণালয়ে ডেকেছিল তথ্য মন্ত্রণালয়। গতকাল বিকেলে বৈঠকে উপস্থিত ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু,  টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের এবং অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম। তারা তথ্যসচিবের কাছে ১৯টি সুপারিশ দেন। তিন বছর আগে দেশের নাট্য-সংশ্লিষ্ট সংগঠনগুলোর শিল্পী-কলাকুশলীরা আন্দোলনে নেমেছিলেন। তাদের দাবি ছিল, ডাবিং করা বিদেশি ধারাবাহিক দেশীয় টেলিভিশনে প্রচার করা যাবে না। কারণ, বিদেশি ধারাবাহিক প্রচারের কারণে দেশীয় নাট্যশিল্প হুমকির মুখে পড়ছে।

এই হুমকি মোকাবিলায় নাটকের সব সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) ব্যানারে সেই আন্দোলন করে। যদিও সেই আন্দোলনের সুফল এখনো পাওয়া যায়নি। সেবার শিল্পী ও কলাকুশলীরা মাঠে নেমেছিলেন ৫ দফা দাবি নিয়ে, যা পরবর্তী সময়ে ৮ দফায় পরিণত হয়। কিন্তু কোনো দফাই কার্যকর না হওয়ায় সরকারের হস্তক্ষেপ কামনা করছিল সংগঠনটি। তথ্যসচিবের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টা আলোচনা হয়। শহীদুজ্জামান সেলিম বলেন, আমরা ১৯টি সুপারিশ নিয়ে গিয়েছিলাম মন্ত্রণালয়ে। তথ্যসচিব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সুপারিশ নিয়ে আলোচনা করেছেন। তিনি প্রতিটি সুপারিশ যথাযথ মনে করেছেন। সেগুলো বাস্তবায়ন হওয়া উচিত বলে মত দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status