বিনোদন

জাতিসংঘে শিনা চৌহান

বিনোদন ডেস্ক

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

জাতিসংঘে আয়োজিত তিন দিনের এক সম্মেলনে অংশ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’-খ্যাত অভিনেত্রী শিনা চৌহান। সেখানে আন্তর্জাতিক মানবাধিকার শিক্ষা বিষয়ে বক্তব্য দেবেন ভারতীয় এই মডেল-অভিনেত্রী। এজন্য গতকাল ভারত থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উড়াল দিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। নিউ ইয়র্কের জাতিসংঘে ১৬তম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন আয়োজন করেছে অলাভজনক সংগঠন ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। আজ থেকে শুরু হচ্ছে এটি। আগামী ২৮ জুন এতে বক্তব্য রাখবেন শিনা। এ সময় উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশ্বনেতারা।

সম্মেলনটি জাতিসংঘের ওয়েবসাইটে সরাসরি দেখানো হবে। ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া দূত হিসেবে কাজ করছেন শিনা। যুব সম্প্রদায়ের মধ্যে মানবাধিকার শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি। বিশেষ করে জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসকে ঘিরে শিক্ষাদান করে থাকে তারা। শিনা বলেন, মানবাধিকারের দূত হিসেবে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। দীর্ঘদিন ধরে মানবাধিকার শিক্ষার ব্যাপারে কাজ করছি। প্রত্যেক স্কুলে মানবাধিকারের শিক্ষাদান আমাদের স্বপ্ন। এবার জাতিসংঘের মতো প্ল্যাটফর্মে এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বক্তব্য দিতে পারবো ভেবে খুব ভালো লাগছে। বক্তব্যের বিষয়বস্তু প্রসঙ্গে শিনা জানান, নারী-পুরুষের বৈষম্য, যৌন নির্যাতন, বাড়িঘরে নারীদের ওপর সহিংসতা, শিশুশ্রম, মেয়ে শিশুদের শিক্ষায় প্রতিকূলতা ও কন্যা নবজাতকের ভ্রুণ হত্যাসহ মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে অভিনয় করে দুবাই ও সাংহাই চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছেন শিনা। ২০১১ সালে দক্ষিণী তারকা মামুতির বিপরীতে ‘দ্য ট্রেন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবেক এই মিস কলকাতার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status