দেশ বিদেশ

চমেক হাসপাতাল

বার্ন ইউনিট প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট প্রকল্প স্থাপন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চীন সরকার। জায়গা নিয়ে জটিলতার কারণে এই প্রকল্প বাস্তবায়ন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ। তিনি জানান, প্রকল্পটির জায়গা নিয়ে অসন্তোষের কথা জানিয়ে চীন সরকারের এই প্রকল্পের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সপ্তাহ খানেক আগে রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠি দিয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এই বার্ন ইউনিট প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেছিল চীন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ জানান, চীনের প্রকৌশলীরা এ প্রকল্পের নকশায় ৫ তলা ভবন বিশিষ্ট দেড়শ’ শয্যার বার্ন ইউনিট গড়ে তুলতে দেড় হাজার বর্গমিটার জায়গা চিহ্নিত করে। প্রকল্পের অন্যান্য অবকাঠামোর জন্য আরো দেড় হাজার বর্গমিটার জায়গাও চিহ্নিত করে। হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ভবনের পাশেই জায়গাটির অবস্থান। কিন্তু এ জায়গার পাশাপাশি রয়েছে জাইকার এক হাজার দুইশত বর্গমিটার ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার প্রকল্প। যেখানে চীনের প্রকল্পের ৩৫০ বর্গমিটার জায়গা ঢুকে পড়ছে। চীনের প্রকল্পটি এখনো প্রস্তাবনা আকারে রয়েছে। তারা কেবল মন্ত্রণালয়ের সঙ্গে কাগজপত্রে চুক্তি করেছে। কিন্তু জাইকার প্রকল্পটির ২০১৭ সালের ডিসেম্বরে এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে অনুমোদন পায়। এর নকশাও অনুমোদন হয়ে গেছে। ফলে জাইকার প্রকল্প থেকে ৩৫০ বর্গমিটার জায়গা চীনের প্রকল্পে ফিরিয়ে নেয়া সম্ভব না।
প্রকল্পের জায়গা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আলোচনা করতে গত ১৪ই মার্চ চীনের একটি প্রতিনিধি দল চমেক হাসপাতালে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে চীনা প্রতিনিধি দলের সদস্যরা বিষয়টি নিয়ে অসন্তোষ ও হতাশা প্রকাশ করেন। তারা প্রকল্পটির যে নকশা করেছে অবিকল সেভাবেই স্থাপনা গড়ে তোলার পক্ষে মত দেন। কিন্তু প্রকল্পটির সাড়ে তিনশত বর্গমিটার জায়গা সংকট হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে প্রকল্পের নকশা পরিবর্তন করতে অনুরোধ করেন। কিন্তু চীনা প্রতিনিধিদল নকশা পরিবর্তন করতে অপারগতা প্রকাশ করে। চমেক হাসপাতালের পরিচালক চীনা প্রতিনিধিদলকে তাদের প্রস্তাবিত মোট ৩ হাজার বর্গমিটারের জায়গায় পাঁচতলার পরিবর্তে ৮ তলা বহুতল ভবন গড়ে তোলার প্রস্তাব দেন। কিন্তু এতে তারা রাজি হননি। তারা প্রকল্পটির পুনরায় নকশা করার কথা তুলে ধরে বিষয়টি নিয়ে চীন সরকারের সম্মতি নিতে হবে বলে জানান। পরবর্তীতে বিষয়টি নিয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিকবার আলাপ-আলোচনা হয়। কিন্তু তারা প্রকল্পের নকশা পরিবর্তনে অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী মাসে চীন সফরে যাওয়ার কথা রয়েছে। আমরা ধারণা করছি চীন সরকার তখন এই প্রকল্পটি নিয়ে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ। কারণ প্রকল্পটির জায়গা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তাতে চীন সরকারকে এর নকশা পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু জাইকার সঙ্গে হয়তো দ্বন্দ্বের কারণে তারা প্রকল্পের নকশা পরিবর্তনে অনড় অবস্থানে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status