দেশ বিদেশ

সিলেটে সংবাদ সম্মেলন আয়কর অধ্যাদেশের ২টি আইটেম বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:২১ পূর্বাহ্ন

 আয়কর অধ্যাদেশের ২টি আইটেম বাতিলের দাবি করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি। প্রজ্ঞাপনটি কার্যকর হলে অবসরপ্রাপ্ত কতিপয় স্বার্থান্বেষী সুবিধা ভোগ করাসহ দুটি আইটেম বাতিল না করা হলে রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন সমিতির নেতৃবৃন্দ। গতকাল দুপুর সাড়ে ১২টায় সমিতির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল বলেন, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ ‘এফ’ প্রভাইসো এবং এস.আর.ও নং-২১৩-আইন, আয়কর, ২০১৯-এর আইটেম নম্বর ৪ এবং ৫ বাতিলের বাতিল করতে হবে। প্রজ্ঞাপনটি কার্যকর হলে অবসরপ্রাপ্ত কতিপয় স্বার্থান্বেষী সুবিধা ভোগ করবেন এবং নিয়ন্ত্রণহীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করবেন যার ফলে সরকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হবে এবং আয়কর পেশাজীবীদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে ও রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রজ্ঞাপনটি অবিলম্বে বাতিলের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বারের সহ-সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সোলেমান হোসেন খান, আলী আকবর, মৌলভীবাজার কর আইনজীবী সমিতির সভাপতি মাহমুদুর রহমান, বিটিএল’র উপ-সচিব বদরুল হোসেন, খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম আহমদ, মোহাম্মদ আলী খোকন, নির্মলেন্দু রায়, অ্যাডভোকেট সুধাংশু ভূষণ ত্রিবেদী, কাজী আরিফুল হাসান, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, ইকবাল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মঞ্জু, জহিরুল ইসলাম রিপন, মুহাম্মদ আমিনুল ইসলাম, সদরুল হাসান চৌধুরী, মো. মাজাহারুল হক, জাহান জেব ইবনে খালেদ, মোহাম্মদ আজমল হোসেইন, মো. ইব্রাহিম, মারুফ আহমদ, নিজাম উদ্দিন খাঁন, আ স ম মুবিনুল হক শাহীন মামুনুর রশীদ, মো. খায়রুল আলম, অ্যাডভোকেট কমলেন্দু ভট্টাচার্য, অ্যাডভোকেট রাজু দেব, সৈকত দাস, রাকেশ সিংহ, তুষার রায় প্রমূখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status