অনলাইন

যুবস্বাস্থ্য নিয়ে থিংকারস ক্যাম্পাস

অনলাইন ডেস্ক

২৬ জুন ২০১৯, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

তরুণ-তরুণীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও সেবা বৃদ্ধিকরণের বিষয় সম্পর্কে আশা বিশ্ববিদ্যালয়ে যুব থিংকারস ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। সিরাক বাংলাদেশ ও ‘রাইট হেয়ার রাইট নাউ (আরএইচআরএন)’ এর সহযোগিতায় গতকাল আশা বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ডালেম চন্দ্র বর্মন ও বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম পরিচালক জাকিয়া আক্তার।

এসময় অতিথিরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কেন্দ্রে সেবা প্রদানের সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির বিষয়টি কতটুকু সম্পন্ন হয়েছে মর্মে নাজমুল হাসান নামের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বিশেষ অতিথি জাকিয়া আক্তার বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এটা সম্পন্ন হবে। তিনি আরও বলেন, যুব স্বাস্থ্যসেবা দিতে সরকার ইতিমধ্যেই ১৬৭৬৭ নম্বরে একটি হটলাইন চালু করেছেন। কিশোর-কিশোরী ও তরুণরা যেকোনো সময় এই নম্বরে ফোন দিয়ে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

আশা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ডালেম চন্দ্র বর্মন বলেন, যুব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে সিরাক বাংলাদেশের প্রেগ্রাম অফিসার তাসনিয়া আহমেদ, সহকারী পরিচালক (প্রোগ্রাম) আবদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status