খেলা

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

৯২’র স্মৃতি ফেরাতে চায় সরফরাজরা

স্পোর্টস ডেস্ক

২৬ জুন ২০১৯, বুধবার, ১:২০ পূর্বাহ্ন

আজ নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে চায় পাকিস্তানিরা। ১৯৯২ বিশ্বকাপেও খুঁড়িয়ে খুঁিড়য়ে এগোচ্ছিলো পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত আসরের চ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরেছিল ইমরান খানের দল। সে আসরেও দুর্দান্ত গতিতে এগোচ্ছিল নিউজিল্যান্ড। উড়তে থাকা নিউজিল্যান্ড প্রথম ধাক্কা খায় পাকিস্তানের বিপক্ষেই। সে কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের সাবেক গতি তারকা ওয়াসিম আকরাম বলেন, ‘নিউজিল্যান্ডকে সে বারও কেউ হারাতে পারেনি। কিন্তু আমাদের কাছে আটকে গিয়েছিল ওরা। এ বারও সেই একই পরিস্থিতি। নিউজিল্যান্ড এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি। মনে হচ্ছে এ বারও সেই একই ঘটনা ঘটবে। আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিতবে।’

আর নিউজিল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একদশ নিয়ে নামার পরামর্শ দিয়েছেন সাবেক এই গতি তারকা। তিনি বলেন, ‘দলে পরিবর্তন আনার প্রয়োজন নেই। সরফরাজের উচিত অপরিবর্তিত একদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা।’
এবারের আসরে ব্যাটে-বলে পাকিস্তান ঘুরে দাঁড়ালেও ফিল্ডিংয়ে বাঁজে অবস্থা। ৬ ম্যাচে ১৪টি ক্যাট ফেলেছে পাক ফিল্ডাররা। এ নিয়ে আকরাম বলেন, ‘ক্যাচ ফেলার হিসেবে আমরা এক নম্বরে রয়েছি। ১৪ টি! বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে এত ক্যাচ মিস হওয়াটা কখনই ভালো হতে পারে না। ফিল্ডিং খারাপ করাটা আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু এটা থেকে এখনও না বের হতে পারলে বিপদ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status