ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

পাকিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান

২৬ জুন ২০১৯, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

মুখোমুখি    পাকিস্তানের জয়    নিউজিল্যান্ডের জয়    টাই/ফল হয়নি
    ১০৬    ৫৪    ৪৮    ১/৩
    বিশ্বকাপে মুখোমুখি    পাকিস্তানের জয়    নিউজিল্যান্ডের জয়
    ৮    ৬    ২
দলীয় সর্বোচ্চ
দল    স্কোর    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ৩৬৯/৫    নেপিয়ার    ২০১৫
পাকিস্তান    ৩৬৪/৭    শারজা    ২০১৪
দলীয় সর্বনিম্ন
দল    স্কোর    ওভার    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ৬৪    ৩৫.৫    শারজা    ১৯৮৬
পাকিস্তান    ৭৪    ২৭.২    ডানেডিন    ২০১৮
সর্বোচ্চ/সর্বনিম্ন ম্যাচ অ্যাগ্রিগেট
রান    উইকেট    ওভার    জয়ী    ভেন্যু    সাল
৬১৯    ১৫    ৯৩.১    নিউজিল্যান্ড    নেপিয়ার    ২০১৫
১৩০    ১০    ৫৮.৩    পাকিস্তান    শারজা    ১৯৮৬
রান/উইকেটের ব্যবধানে বড় জয়
জয়ী    ব্যবধান    টার্গেট    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ১৮৩ রান    ২৫৮    ডানেডিন    ২০১৮
পাকিস্তান    ১৫৩ রান    ২৭৬    করাচি    ২০০২
পাকিস্তান    ১০ উইকেট    ৬৫    শরাজা    ১৯৮৬
নিউজিল্যান্ড    ৯ উইকেট    ১২৫    ওয়েলিংটন    ২০১১
রান/উইকেটের ব্যবধানে ছোট জয়
জয়ী    ব্যবধান    টার্গেট    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ১ রান    ১৯৯    শিয়ালকোট    ১৯৭৬
পাকিস্তান    ৫ রান    ১৫৮    ফয়সালাবাদ    ১৯৮৪
পাকিস্তান    ১ উইকেট    ২১৪    মুলতান    ১৯৮৪
নিউজিল্যান্ড    ১ উইকেট    ২৩৩    ক্রাইস্টচার্চ    ১৯৯৫
সর্বাধিক রান
খেলোয়াড়    ম্যাচ    রান    গড়    সর্বোচ্চ    ৫০/১০০
ইনজামাম-উল-হক    ৪৫    ১২৮৩    ৩৪.৬৭    ১৩৭*    ৯/১
সাঈদ আনোয়ার    ৩২    ১২৬০    ৪৫.০০    ১১৩*    ৭/৪
স্টিফেন ফ্লেমিং    ৩৫    ১০৯০    ৩৪.০৬    ১১৫*    ৫/১
শহীদ আফ্রিদি    ৩৮    ১০৭৮    ৩২.৬৬    ১০৮*    ৯/১
রস টেলর    ২৬    ১০৬৮    ৬৬.৭৫    ১৩১*    ৭/৩

*পাকিস্তানের বর্তমান দলে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান মোহাম্মদ হাফিজের। ২৭ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৭৩৩ রান  করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সর্বাধিক উইকেট
খেলোয়াড়    ম্যাচ    উইকেট    গড়    ইকো.     সেরা
ওয়াকার ইউনুস    ৩৭    ৭৯    ১৫.৮৫    ৪.১৯    ৬/৩০
ওয়াসিম আকরাম    ৩৮    ৬৪    ১৮.৫৪    ৩.৮০    ৫/১৯
ড্যানি মরিসন    ২৪    ৩৯    ২১.০০    ৪.৪৪    ৫/৪৬
আবদুল রাজ্জাক    ৪১    ৩৯    ৩৪.১৫    ৪.৮৩    ৩/২২
ড্যানিয়েল ভেট্টোরি    ৩০    ৩৭    ২৯.০৫    ৪.২৯    ৩/৩৪

*পাকিস্তানের বর্তমান দলের বোলারদের মধ্যে সর্বাধিক ১৬ উইকেট (২৮ ম্যাচ) অফস্পিনার শোয়েব মালিকের। আর নিউজিল্যান্ডের বর্তমান দলের বোলারদের মধ্যে বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ১১ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status