ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আইপিএল খেলেই ফ্লপ রাবাদা: ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:১৬ পূর্বাহ্ন

ডেল স্টেইনের অনুপস্থিতিতে কাগিসো রাবাদা এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রধান পেসার। কিন্তু প্রোটিয়াদের প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি ডানহাতি এ পেসার। আর রাবাদার ফ্লপ হওয়ার পেছনে আইপিএলকে দায়ী করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে খুব ব্যস্ত সময় গেছে রাবাদার। কেবল অস্ট্রেলিয়ার নাথান লায়ন তার চেয়ে বেশি বোলিং করেছেন। এমন পরিস্থিতিতে ২৪ বছর বয়সী এই পেসারকে আইপিএল খেলতে নিষেধ করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তারা চেয়েছিল বিশ্বকাপকে সামনে রেখে রাবাদকে বিশ্রাম দিতে। কিন্তু বোর্ডের কথায় কান না দিয়ে আইপিএল খেলতে যান রাবাদা। আর আইপিএল চলাকালীন চোটে পড়েন। বিশ্বকাপের আগেই অবশ্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। কিন্তু চোট কাটিয়ে ফিরলেও নিজের সেরাটা দিতে পারেননি বিশ্বকাপ মঞ্চে। ৬ ম্যাচে মাত্র ৪ উইকেট নিতে পেরেছেন। তার এমন সাদামাটা বোলিংয়ের ময়নাতদন্ত করতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি বলেন, ‘ আমার মনে হয় না এ প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করেছিলাম ওকে (রাবাদা) আইপিএলে যাওয়া থেকে বিরত রাখতে। আমরা ওকে সতেজ রাখতে চেয়েছিলাম।’
শুধু রাবাদা নন, বিশ্বকাপ দলে থাকা আরও বেশ কয়েকজন ক্রিকেটারকেও আইপিএলে যেতে নিষেধ করেছিল সিএসএ। ডু প্লেসি বলেন, ‘আইপিএলের আগেই এমনটা ঠিক করা ছিল, যারা তিন ফরম্যাটেই খেলে, তাদের সতেজ রাখার জন্য আইপিএলে না পাঠানো হোক। দলের কয়েকজন খেলোয়াড়ের বিশ্রামে থাকার দরকার ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সতেজ অবস্থায় বিশ্বকাপে আসতে পারেনি। আমি কোনো অজুহাত দিচ্ছি না, এটাই বাস্তবতা।’ রাবাদা ছাড়াও আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন ফাস্ট বোলার ডেল স্টেইন। পরে আর বিশ্বকাপ খেলতে পারেননি এই পেসার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status