খেলা

কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো আর্জেন্টিনা। রোববার রাতে পোর্তো অ্যালেগ্রিতে কাতারের বিপক্ষে ২-০ গোলের জয় পায় মেসি বাহিনী। এদিন গোল পান ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ও ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আসরে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হারে আলবিসেলেস্তেরা । পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র। তাতে শঙ্কা জেগেছিল নক আউট পর্বে খেলা নিয়ে। ‘বি’ গ্রুপের তালিকায় ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। রোববার গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে একমাত্র গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কলম্বিয়া। তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের সংগ্রহ ২ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে গত দু’বারের রানার্সআপ আর্জেন্টিনা মাঠে নামবে ভেনেজুয়েলার বিপক্ষে। আগামী ২৮শে জুন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
কাতারের বিপক্ষে এনিয়ে দুবারের দেখায় দুইবারই জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এশিয়ান কোন দলের বিপক্ষে টানা সাত ম্যাচে জয় পেল আলবিসেলেস্তেরা (৩-বিশ্বকাপ, ৩-কনফেডারেশন কাপ, ১-কোপা আমেরিকা)। এদিন কোপা আমেরিকায় নিজের ২৪তম ম্যাচে খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এতে কোপা আমেরিকার সর্বাধিক ম্যাচ খেলা সেরা দশ জন ফুটবলারের তালিকায় নাম লেখান মেসি। তেওদরো ফার্নান্দেস (পেরু), হোসে বুস্তামান্তের (বলিভিয়া) পাশে বসলেন এই বার্সেলোনা তারকা। আসরের ইতিহাসে সর্বাধিক ৩৪ ম্যাচ খেলার রেকর্ড চিলিয়ান তারকা সার্জিও লিভিংস্টোনের (১৯৪১ থেকে ১৯৪৯)। কাতারের বিপক্ষে এমন জয়ে বেশ আত্মবিশ্বাসী মেসি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। ম্যাচটা জিতেছি আমরা। ম্যাচ জয়টাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এমন একটা ম্যাচের দরকার ছিল। যে ম্যাচে আমরা আমাদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারি। মানসিক শান্তি ফিরে পেতে পারি। আমাদের সমর্থকরাও আমাদের সাহায্য করেছে।’
পোর্তো অ্যালেগ্রিতে এদিন ম্যাচের চতুর্থ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কাতারের ডিফেন্ডারের ভুল পাস চলে যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে কাতারের জালে বল জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির দায়িত্বে সর্বাধিক ৫ গোল করলেন মার্টিনেজ। আর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোল ৩টি। কোপা আমেরিকায় ১৯৭৯ সালের পর প্রথম দল হিসেবে ম্যাচের শুরুর পাঁচ মিনিটের মাথায় দুই গোল হজম করলো কাতার। এবারের আসরে প্যারাগুয়ের বিপক্ষেও ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করেছিল এশিয়ার চ্যাম্পিয়নরা। ১৯৭৯ সালে কোপা আসরে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করেছিল বলিভিয়া। কাতারের বিপক্ষে দ্বিতীয় গোল পেতে আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৮২তম মিনিটে পর্যন্ত। পাওলো দিবালার পাস থেকে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সি গায়ে এটি আগুয়েরোর ৪০তম গোল। কোপা আমেরিকায় ১৭ ম্যাচে ৮ গোল পেলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status