বাংলাদেশ কর্নার

চোখ থাকবে যাদের ওপর

২৪ জুন ২০১৯, সোমবার, ৯:৫৩ পূর্বাহ্ন

সাকিব আল হাসান
আসরে দ্বিতীয় সর্বাধিক ৪২৫ রান সাকিব আল হাসানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান ও ১ উইকেট নিয়ে দলকে জেতান, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। এরপর ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হতাশার দিনে ১২১ রান করেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ২ উইকেট এরপর ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরিতে এনে দেন জয়। পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ৪১ রান। দারুণ ছন্দে থাকা সাকিব আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা তারকা। ৬ ম্যাচে ১৭৭ রান করার পাশাপাশি নিয়েছেন ১৩ উইকেট।
মোহাম্মদ নবী
আফগানিস্তানের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অফস্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী। স্পিন সহায়ক উইকেটে বরাবরই ভয়ঙ্কর তিনি। সাউদাম্পটনে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ২ উইকেট নেন নবী। এরপর ব্যাট হাতে ৫২ রান করে আফগানিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। যদিও ব্যর্থ হন। বাংলাদেশের বিপক্ষে ওই আক্ষেপটা ঘুচাতে চাইবেন নবী। এর আগে টাইগারদের বিপক্ষে ৭ ম্যাচে ১১ উইকেট নেন এই অফস্পিনার। ব্যাট হাতে করেছেন মোট ১৮১ রান।
মোস্তাফিজুর রহমান
চলতি আসরে বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন। পরের দুই ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি মোস্তাফিজুর রহমান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক স্পেলেই ম্যাচ ঘুরিয়ে দেন ‘কাটার মাস্টার’খ্যাত এই পেসার। এক ওভারে মারকুটে দুই ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে ফেরান মোস্তাফিজ। এরপর সেঞ্চুরির দোরগোড়ায় থাকা শেই হোপকে তুলে নেন। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ১ উইকেট নেন মোস্তাফিজ। আফগানিস্তানের বিপক্ষে এর আগে একটিই ওয়ানডে খেলেছেন তিনি। গত বছর এশিয়া কাপের ওই ম্যাচটিতে ৪৪ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন।
মাহমুদুল্লাহ রিয়াদ
বিশ্বকাপে ৫ ম্যাচে ৪ ইনিংসে ব্যাট করে মোট ১৬৩ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে ৫০ বলে ৬৯ রান করেন মাহমুদুল্লাহ। আর কিছুক্ষণ ক্রিজে থাকলে হয়তো জিতিয়েই ফেলতেন বাংলাদেশকে। তা না পারলেও এমন ইনিংসে দারুণ প্রশংসিত হয়েছে মাহমুদুল্লাহ। মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ আফগানিস্তানের বিপক্ষে ৪৮.৬০ গড়ে রান করেছেন। ৬ ইনিংসে ফিফটি হাঁকিয়েছেন ২টি।
রশিদ খান
বাংলাদেশের বিপক্ষে বরাবরই জ্বলে উঠেন আফগান লেগস্পিনার রশিদ খান। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। গত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারসেরা অপরাজিত ৫৭ রান করেছিলেন রশিদ। এরপর ৯ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচটিতে আফগানিস্তানের ২৫৫ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১১৯ রানে। রোজ বোলে রশিদ এমন আরেকটি পারফরম্যান্স দেখাতে চাইবেন আজ। এই ভেন্যুতে গত ম্যাচে ভারতের বিপক্ষে ভালো বোলিং করেছেন রশিদ। ১০ ওভারে ৩৮ রানে নেন ১ উইকেট।
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ ১০০/৫০ গড়
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৬ ৪৪৭ ১৬৬ ২/২ ৮৯.৪০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৫ ৪২৫ ১২৪* ২/২ ১০৬.২৫
জো রুট (ইংল্যান্ড) ৬ ৪২৪ ১০৭ ২/৩ ৮৪.৮০
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ৬ ৩৯৬ ১৫৩ ১/৩ ৬৬.০০
কেন উইলয়ামসন (নিউজিল্যান্ড) ৫ ৩৭৩ ১৪৮ ২/১ ১৮৬.৫০
*পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগ পর্যন্ত
সেরা পাঁচ বোলার
বোলার ম্যাচ উই. সেরা ইকো.
জোফরা আর্চার (ইংল্যান্ড) ৬ ১৫ ৩/২৭ ৪.৯০
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৬ ১৫ ৫/৪৬ ৫.৪২
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) ৫ ১৪ ৪/৩৭ ৪.৭৬
মোহাম্মদ আমির (পাকিস্তান)* ৪ ১৩ ৫/৩০ ৪.৭২
মার্ক উড (ইংল্যান্ড) ৫ ১২ ৩/১৩ ৪.৭৫
*পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগ পর্যন্ত
বিশ্বকাপ পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পরি. পয়েন্ট নেট
নিউজিল্যান্ড ৬ ৫ ০ ১ ১১ ১.৩০৬
অস্ট্রেলিয়া ৬ ৫ ১ ১ ১০ ০.৮৪৯
ভারত ৫ ৪ ০ ১ ৯ ০.৮০৯
ইংল্যান্ড ৬ ৪ ২ ০ ৮ ১.৪৫৭
শ্রীলঙ্কা ৬ ২ ২ ২ ৬ -১.১১৯
বাংলাদেশ ৬ ২ ৩ ১ ৫ -০.৪০৭
ওয়েস্ট ইন্ডিজ ৬ ১ ৪ ১ ৩ ০.১৯
দক্ষিণ আফ্রিকা* ৬ ১ ৪ ১ ৩ -০.১৯৩
পাকিস্তান* ৫ ১ ৩ ১ ৩ -১.৯৩৩
আফগানিস্তান ৬ ০ ৬ ০ ০ -১.৭১২
*পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগ পর্যন্ত
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status