ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

কোহলির জরিমানা ও ডিমেরিট পয়েন্ট

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৯, সোমবার, ৯:৫২ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলো ভারত। আর ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আফগান ইনিংসের ২৯তম ওভারে ভারতের করা এক এলবিডব্লিউ আউটের আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার। পরে রিভিউ নিলেও ফল ভারতের পক্ষে আসেনি। তাতেই আম্পায়ারদের সঙ্গে অশোভন আচরণ করতে থাকেন কোহলি। গতকাল আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আম্পায়ারদের সঙ্গে এমন ব্যবহারে আচরণবিধি লঙ্ঘন করেছেন ভারত অধিনায়ক। বিরাট কোহলির ম্যাচ ফির ২৫ ভাগ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কোহলির আচরণ সম্পর্কিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করে দেয়া হয়। ম্যাচ শেষে কোহলি তার দোষ ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে গিয়ে স্বীকার করলে এ নিয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি। কোহলির নামের পাশে এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পান কোহলি। আরেকটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে একটি টেস্ট ম্যাচ কিংবা দুটি ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারত অধিনায়ক। আফগান ইনিংসের ২৯তম ওভারের ঘটনা। ভারতীয় পেসার মোহাম্মদ শামির বলে এলবিডাব্লিউর আবেদন করেছিলেন কোহলি। বলটি অবশ্য লেগ স্টাম্পের বাইরে পিচ করলেও গ্রিপের কিয়দংশ লাইনের পাশে ছিল। আর কোহলি আম্পায়ার আলিম দারের কাছে অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতেই এগিয়ে গিয়েছিলেন রিভিউ তাদের পক্ষে না আসায়। এ নিয়ে দীর্ঘক্ষণ দেন-দরবারও করতে দেখা যায় তাকে। তারপর আলিম দারের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার মতো ভঙ্গিও করেন কোহলি। এমন ভঙ্গির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলিকে নিয়ে ট্রলও কম হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status