ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

লায়নকে একাদশে দেখতে চান বর্ডার

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৯, সোমবার, ৯:৪৮ পূর্বাহ্ন

স্পেশালিস্ট স্পিনার হিসাবে বিশ্বকাপে অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। ২৭ বছর বয়সী এই লেগস্পিনার খুব একটা ভালো বোলিং করেননি। ৫ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। যথেষ্ট খরুচে। আগামীকাল লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে একাদশে অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নকে খেলানোর পক্ষে সাবেক অজি অধিনায়ক অ্যালান বর্ডার। আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বোলাররাই ব্যবধান গড়ে দেবে বলে মনে করেন তিনি।
৩১ বছর বয়সী নাথান লায়ন মূলত টেস্টেই সুযোগ পান বেশি। অস্ট্রেলিয়ার হয়ে ৮৬ ম্যাচে ৩২.২৪ গড়ে ৩৪৩ উইকেট নিয়েছেন তিনি। তবে মাত্র ২৫ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন এ অফস্পিনার। ৪৪.৩৪ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপ দলে জায়গা মিললেও একাদশে এখনো দেখা যায়নি লায়নকে। তবে লর্ডসে গতকাল পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা ভালো বোলিং করেছেন। লেগস্পিনার ইমরান তাহির ১০ ওভারে ৪১ রানে ২ উইকেট নেন। অকেশনাল স্পিনার এইডেন মার্করামও একটি উইকেট পান। কাজেই এ ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে কার্যকর হতে পারে লায়নের বোলিং। আর ১৯৮৭ বিশ্বকাপজয়ী অধিনায়ক বোর্ডার বলেন, ‘নাথানকে (লায়ন) কয়েকটি ম্যাচে খেলিয়ে দেখা উচিৎ। হ্যাঁ, টেস্ট বোলিং সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ও আক্রমণাত্মক বোলার এবং ও জানে কীভাবে ব্যাটসম্যানদের আউট করতে হয়।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭৯-১৯৯৪ পর্যন্ত ২৭৩ ম্যাচে ৩০.৬২ গড়ে ৬৫২৪ রান করার পাশাপশি ৭৩ উইকেট নেন বোর্ডার। ৩৯ হাফসেঞ্চুরির সঙ্গে ৩ সেঞ্চুরি রয়েছে তার। ১৯৮৭ বিশ্বকাপে তার অধিনায়কত্বে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ৩১ বলে ৩১ রান ও ৩৮ রানে ২ উইকেট নিয়েছিলেন বোর্ডার।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status