খেলা

ভয় পেয়েছিলেন কোহলিরা

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৯, সোমবার, ৯:৪৬ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে ১১ রানে জয় পেয়েছে ভারত। এ জয়কে ‘স্মরণীয় জয়’ বলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের শেষ ওভারে মোহাম্মদ শামির হ্যাটট্রিকে ২২৪ রানের মত অল্প রানের পুঁজি নিয়েও দলের জয়ে আশ্বস্ত অধিনায়ক বিরাট কোহলি। তবে আফগানদের বিপক্ষে টুর্নামেন্টে প্রথমবার হারের ভীতি অনুভব হয়েছে কোহলির দলের। তাই তো ম্যাচ শেষে কোহলি বলেন, ‘অবশ্য একটা সময় জয় নিয়ে সন্দীহান হয়ে পড়েছিলাম। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল নিজেদের উপর। পিচে যখন যাই তখন বুঝতে পারছিলাম পিচের কি অবস্থা।’
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্বস্তিতে পড়ে ভারত। ব্যাটিং বিপর্যয়ের পর শেষ পর্যন্ত ২২৪ রান তুলতে পারে আসরের অন্যতম ফেবারিটরা। জবাবে বল হাতে শেষ ওভারের থ্রিলারের জয় তুলে নেয় ভারত। এ জয় নিয়ে কোহলি বলেন, ‘এমনটা প্রত্যাশিত ছিল। টস জিতে ব্যাটিং করতে নেমে মন্থর উইকেট দেখেই মনে হয়েছিল ২৬০-২৭০ রান খুব ভালো স্কোর হবে।’ এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন বুমরাহ ও শামি। বুমরাহ ১০ ওভার বল করে ৩৯ রানে ২ উইকেট তুলে নেন। এবং শামি ৯.৫ ওভারে ৪০ রান খরচে ৪ উইকেট শিকার করেন।
ভারতের বোলিং নিয়ে কোহলি বলেন, ‘আমরা বুমরাহকে স্মার্টলি ব্যবহার করতে চেয়েছি। দুই উইকেট পেয়েছে সে। শামি আজ দুর্দান্ত বোলিং করেছে। সবার চেয়ে বেশি বল মুভ করাতে পেরেছে শামি। এ ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছি।’ পাশাপাশি আফগান স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে টানা তিন ম্যাচে অর্ধশতরানকারী বিরাট কোহলি জানান, ‘মাঠে প্রবেশ করেই পিচের চরিত্র বুঝতে পেরেছিলাম। ক্রস ব্যাট নয় বরং এই পিচে সোজা ব্যাটে অনেক বেশি মাটি ঘেঁষা শট নেয়া প্রয়োজন ছিল। সেইসঙ্গে আফগানিস্তান দলে প্রথম সারির তিন রিস্ট-স্পিনারের উপস্থিতি ব্যাটসম্যানদের কাজটা অনেক কঠিন করে তুলেছিল।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status