দেশ বিদেশ

ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

মানবজমিন ডেস্ক

২৪ জুন ২০১৯, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা ও বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানের নেপালের বিদ্যুৎখাতে অংশগ্রহণের বিষয়ে দুই দেশের বিদ্যুৎ সচিবের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে ভারতের শিলিগুড়ি করিডর হয়ে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়ে একমত হয়েছে উভয় দেশের প্রতিনিধিরা। শুক্রবার এ নিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে নেপালের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির বিদ্যুৎ সচিব দিনেশ কুমার ঘিমি ও বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউস। চুক্তি অনুযায়ী, চিকেন নেকখ্যাত ভারতের শিলিগুড়ি করিডর হয়ে দেশটির অবকাঠামো ব্যবহার করেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। নেপাল সরকার সে দেশে সম্ভাব্য ২০টি জল বিদ্যুৎ প্রকল্প চিহ্নিত করেছে। আলোচনায় সিদ্ধান্ত হয়, এসব প্রকল্পের মধ্যে কতগুলোতে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখবে উভয় দেশ। এর আগে আহমদ কায়কাউস বলেন, নেপালের প্রচুর জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। আমরা যদি তার কিছু বাংলাদেশে আনতে পারি তাহলে আমাদের চাহিদা মেটাতে পারবো। শুক্রবার স্বাক্ষরিত ওই চুক্তিতে আপাতত ভারতীয় অবকাঠামো ব্যবহার করে বিদ্যুৎ আমদানির কথা বলা হয়েছে। তবে উভয় দেশই দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে নিজস্ব স্থায়ী অবকাঠামো নির্মাণের সম্ভাবনা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ভারত সমপ্রতি তাদের বিধিমালা পরিবর্তন করায় তাদের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আমদানির সুযোগ সৃষ্টি করেছে। তাই স্থায়ী অবকাঠামো স্থাপনের পূর্বে আপাতত ব্যবস্থা হিসেবে ভারতীয় গ্রিড ব্যবহার করবে নেপাল ও বাংলাদেশ। উল্লেখ্য, নেপাল থেকে বিদ্যুৎ কেনার পথ প্রশস্ত করতে বাংলাদেশ সরকার বহুদিন ধরেই ভারতের ওপর কূটনৈতিক চাপ দিয়ে আসছিল। এর আগে সভায় নেপালে জল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিপুল সম্ভাবনা এবং বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজনীয়তা বিবেচনায় এই সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে ঋতু ভেদে বিদ্যুৎ চাহিদার তারতম্যের আলোকে পারস্পরিক পাওয়ার ট্রেডিং বা বিদ্যুৎ বাণিজ্যের বিষয়েও কথা হয়।
প্রস্তাবিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে উপ্পার অরুন, দুধকোশি, সুনকোশি-২, সুনকোশি-৩ ও পশ্চিম সেটি জলবিদ্যুৎ প্রকল্প। এ থেকে নতুন করে আরো ৪২৭১৩.১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এটি নেপালের মোট বার্ষিক বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১২ গুণ। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখনো এসব প্রকল্পের বেশির ভাগই গবেষণা ও প্রস্তাব উত্থাপনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বিদ্যুৎ সংকট মোকাবিলা করা বাংলাদেশ সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রয়েছে বিদ্যুতের ব্যাপক চাহিদা। আর এটি নেপালের জন্য বিদ্যুৎ রপ্তানির একটি বড় বাজার সৃষ্টি করেছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশ আগামী এক দশকে নেপাল থেকে প্রায় ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status