শেষের পাতা

সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০১৯, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে জেলা ও অঙ্গ সংগঠনগুলোতে আমাদের সংগঠন পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে। নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যকে নিয়ে গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য   অর্পন ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আর কাউন্সিলের প্রস্তুতি আমরা নিচ্ছি। এই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে।

জেলাগুলোতে আমরা পুনর্গঠনের কাজ শুলু করেছি। স্থায়ী কমিটিতে আরও তিনটি শূন্যপদ আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সে পদগুলোর বিষয়ে প্রয়োজনে যথাসময়ে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির নবনির্বাচিত দুই জন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছিলাম শ্রদ্ধা জানাতে। এখানে এসে আমরা নতুন করে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শপথ নিয়েছি যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে আরও বেগবান করা হবে। এসময় অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা আলমগীর বলেন, কাউন্সিলে সিদ্ধান্ত দেয়া হয়েছিল যে, দলের চেয়ারপারসনের অনুপস্থিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যরা মিলে দলের স্থায়ী কমিটির সদস্য কিংবা দলের অন্য সদস্য প্রয়োজন হলে মনোনয়ন দিতে পারবেন এবং নির্বাচিত করতে পারবেন। সে ক্ষমতা দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দেয়া আছে। সেই ধারাবাহিকতায় দলের স্থায়ী কমিটির শূন্য পদগুলোতে আমাদের দুই জন প্রবীণ নেতাকে সদস্য হিসবে নির্বাচিত করা হয়েছে। যারা ইতিমধ্যে দীর্ঘদিন ধরে দলের জন্য অবদান রেখেছেন, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, জনমনে তাদের প্রতি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটিতে স্থায়ী কমিটির নতুন সদস্য মনোনয়ন দেয়া হয়েছে, এটা কোনো ব্যাপার না। জাতীয় স্থায়ী কমিটিতে যে কোনো সময় নিয়োগ এবং সদস্য নির্বাচিত করা যায়।

এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান সারোয়ার, শামা ওবায়েদ, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, শিরিন সুলতানা, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status