শেষের পাতা

সিনিয়র নেতাদের ছাড়াই জাপার প্রেসিডিয়াম বৈঠক

স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০১৯, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

সিনিয়র নেতাদের ছাড়াই জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা হয়েছে গতকাল। দীর্ঘদিন পরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন না পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নাসরিন জাহান রত্না, ফখরুল  
ইমাম ও সেলিম ওসমানের মতো সিনিয়র নেতারা সভায় অংশ নেননি। জাপার আরো একাধিক প্রেসিডিয়াম ও সংসদ সদস্য অনুপস্থিত থাকেন যৌথ এ সভায়।

গতকাল সকালে জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে যৌথ সভা বনানীর জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাড়ে ১০ টায় শুরু হয়ে সভা চলে দুপুর দুইটা পর্যন্ত। শুরুতেই যোগ দেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ। জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এটাই জাপার প্রথম যৌথ সভা। সভার শুরুতেই জিএম কাদেরের সঙ্গে যোগ দেন ২৯ জন নেতা। তাদের মধ্যে ছিলেন মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম।

সভায় জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাপা ঘুরে দাঁড়িয়েছে। পার্টি এখন অনেক বেশি শক্তিশালী ও সৃশৃঙ্খল। সাধারণ মানুষের আস্থার পার্টিতে পরিণত করতে সম্মিলিতভাবে সকলের কাজ করতে হবে। পার্টির তৃণমূল নেতা-কর্মীদের প্রাণবন্ত রাখতে দায়িত্বশীল সকল নেতাদের এক হয়ে কাজ করতে হবে। যারা জাপার জন্য নিবেদিতভাবে কাজ করবে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। জিএম কাদের আরো বলেন, দেশ ও মানুষের আস্থা ও ভালোবাসা অটুঁট রাখতে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।
জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর এখনই প্রকৃত সময়। কোনো আসনে কে নির্বাচন করবে, তা এখনই নির্ধারণ করে সম্ভাব্য প্রার্থীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

সভায় চলমান রাজনীতির মূল্যায়ন এবং আগামী দিনে জাতীয় পার্টির পথচলার বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা। দলকে শক্তিশালী করতে খোলামেলা আলোচনা, মতামত ও শীর্ষ নেতাদের পরামর্শ দেন। জাপার সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জাতীয় কাউন্সিল দিয়ে দায়িত্ব বণ্টন নিয়ে সভায় আলোচনা হয় বলে জানান জাপার উপ দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।  এছাড়া আট বিভাগে ৮টি দল তৈরি করে তৃণমূলকে শক্তিশালী করতে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। আগামী ২৪শে জুন থেকে ২৭শে জুন পর্যন্ত  ঢাকার মতিঝিলে জাপার বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২৪শে জুন ঢাকা ও ময়মনসিংহ, ২৫শে জুন রংপুর ও রাজশাহী বিভাগ, ২৬শে জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ২৭শে জুন খুলনা ও বরিশাল বিভাগের বর্ধিত সভা হবে।

প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের মধ্যে সভায় আরো উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম, শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, লোটন শিকদার, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, হাফিজ উদ্দিন, আতিকুর রহমান আতিক, ইমরান হোসেন মিয়া, সোলায়মান আলম শেঠ, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুস সাত্তার মিয়া, রেজাউল ইসলাম ভুঁইয়া, ফয়সাল আল মুনির, এমএ কাশেম, আজম খান, মাহমুদুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, পীরজাদা শাহজাদা আল মনির, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ডা. রুস্তুম আলী ফরাজী, আদেলুর রহমান, উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান, আদেলুর রহমান আদেল, শরীফুল ইসলাম জিন্নাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status