এক্সক্লুসিভ

ফেনীর নতুন এসপি’র হুঁশিয়ারি

ফেনী প্রতিনিধি

২৩ জুন ২০১৯, রবিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

ফেনীতে পুলিশ কনস্টেবল নিয়োগে কাউকে টাকা-পয়সা দিলে বা অসদুপায় অবলম্বন করলে কারাগারে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। গতকাল দুপুরে ফেনী পুলিশ লাইনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আগামী ২৪শে জুন ফেনীতে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ। কেউ কোনো ধরনের নিয়োগ বাণিজ্য বা টাকা-পয়সার লেনদেন করেছে মর্মে প্রমাণ পাওয়া গেলে তিনি যেই হোন তাকে জেলে পাঠানো হবে। নবাগত পুলিশ সুপার বলেন, ‘ফেনীর কোনো মেয়ে বা মহিলাকে কেউ উত্ত্যক্ত করার চেষ্টা করলে আমি তার জীবন উত্তপ্ত করে দেবো। নারীর অসম্মান হয় এমন কোনো কাজ ফেনীতে হতে দেয়া হবে না’। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-পরশুরাম সার্কেল) নিশান চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঁইয়া সার্কেল) মো. সাইফুল আহম্মদ ভূঁইয়া, ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, পরিদর্শক (ওসি-ডিএসবি) মো. শাহিনুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) রণজিৎ কুমার বড়ুয়া।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সারা পৃথিবীতে সাংবাদিকদের সমাজের তৃতীয় চক্ষু হিসেবে অবহিত করা হয়। তিনি জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস-চাঁদাবাজি, মলম পার্টির উপদ্রব বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও এক মোটরসাইকেলে তিনজন চড়তে নিষেধ করেন।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য দেন আবু তাহের, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, শাহজালাল রতন, বখতেয়ার মুন্না, শাহাদাত হোসেন, রবিউল হক রবি, দিলদার হোসেন স্বপন, নাজমুল হক শামীম প্রমুখ।
নবাগত পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী গত ১৯শে জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলি হয়ে ফেনী জেলায় যোগদান করেন। এর আগে আলোচিত নুসরাত হত্যার পর ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলমকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার পদমর্যাদার কাজী মনিরুজ্জামান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status