ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

পারলেন না ব্রাথওয়েট

বিশ্বকাপ ডেস্ক

২২ জুন ২০১৯, শনিবার, ৬:২৬ পূর্বাহ্ন

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের ২৯তম ম্যাচ। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড। ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ রানে হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট খেলেন অসধারণ এক শতকের ইনিংস। ৭ বলে যখন ১ উইকেট হাতে রেখে ৬ রান প্রয়োজন তখনি আউট হন তিনি।   


শুরুতেই ট্রেন্ট বোল্ডের ধাক্কায় পড়ে ক্যারিবীয়রা। ১ করা শাই হোপ ও নিকোলাস পুরানের উইকেট দুটি তুলে নেন তিনি। ঠিক এমন করে দুই ব্যাটসম্যানকে তুলে নিয়েছিলেন শেলডন কটরেল। তবে ক্রিস গেইল ও শেমরন হেটমায়ার স্বস্তি এনে দেন দলে। তবে গেইল ৮৭ ও হেটমায়ার ৫৪ রানের বিদায় নিলে হঠাৎ এলোমেলো হয়ে যায় তারা। এরপর দ্রুত আরো ৩ উইকেট তুলে নেয় কিউই বোলাররা। এরপর দলকে টেনে ধরেন ব্রাথওয়েট।

ট্রেন্ট বোল্ড ৪টি, লোকি ফার্গুসন ৩টি ও ১টি উইকেট পান কলিন ডি গ্রান্ডহোম, ম্যাট হেনরি, জিমি নিশাম।
 
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে ২৯১ রান করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন করেন ১৪৮ রান। এছাড়া ৬৯ রান আসে রস টেইলরের ব্যাট থেকে। শুরুটা মোটেই ছিলো না নিউজিল্যান্ডের পক্ষে। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারায় তারা। কটরেলের শিকার হন দুজন। তবে এরপর থেকে একপ্রান্ত আগলে রাখেন উইলিয়ামসন। দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। তবে ২ রানের জন্য ছোঁয়া হয়নি ১৫০ রানরে মাইলফলক। আফসোসটা তার রয়েই যাবে।

ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের ৮টি উইকেট ফেলে। শেলডন কটরেল পান ৪উইকেট এছাড়া কার্লোস ব্রাথওয়েট ২টি ও ১ উইকেট নেন ক্রিস গেইল।
 
বিশ্বকাপে নিউজিল্যান্ড এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। ৬ ম্যাচের ৫টিতে জয় আর পরিত্যক্ত ১ ম্যাচ। আর ক্যারিবীয়দের জয় মাত্র ১টি ম্যাচে। ৪টিতে পরাজয়ের বিপরীতে বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচ। পয়েন্ট ৩।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status