ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

‘কিউইদের ওয়ানডে ইতিহাসে সেরা উইলিয়ামসন’

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৯, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়া অভ্যাসে পরিণত হয়েছিল  নিউজিল্যান্ডের। কেন উইলয়ামসনের নেতৃত্বে গতবার ফাইনালে খেলে সেটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় কিউইরা। এবারো নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যাচ্ছেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপের মুখে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে যেভাবে জেতালেন দলকে, সত্যিই অসাধারণ! আর সাবেক কিউই অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন, নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার হলে উইলিয়ামসন।
এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার ২৪১ রান তাড়া করতে নেমে একশ’র আগেই ৪ ও দেড়শ’র আগে ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। সেখান থেকেই ম্যাচ বের করে নেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরিটা তিনি পূর্ণ করে ইনিংসের শেষ ওভারে। ওই ওভারেই জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। আন্দিলে ফেলুকাওয়োর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে স্কোর সমান বানিয়ে দেন উইলিয়ামসন। পরে বলে বাউন্ডারি মেরে নিশ্চিত করেন জয়। ২০১০ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় উইলিয়ামসনের। ১৪৩ ওয়ানডেতে ৪৭.৩৬ গড়ে রান করেছেন এ ডানহাতি। ভেট্টোরি বলেন, নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসই কারণটা বলে দেয়। তার ব্যাটিং রেকর্ড দারুণ। অল্প সময়ের মধ্যেই সে নিজের অবস্থান গড়ে নিয়েছে। অধিনায়ক হোক কিংবা না হোক, সবসময়ই ও ব্যতিক্রম। ও জেতার জন্য খেলে আর নিজেই দলকে জেতানোর দায়িত্বটা নেয়- অন্য সব ব্যাটসম্যানদের সঙ্গে উইলিয়ামসনের পার্থক্যটা এখানেই। ক্যারিয়ার শেষ করার সময় সে এমন জায়গায় থামবে যেখানে আর কেউ যেতে পারবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status