খেলা

মেসির গোলে রক্ষা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেলো আর্জেন্টিনা। কাল সকালে ‘বি’ গ্রুপের ম্যাচে বেলো হরিজেন্তো স্টেডিয়ামে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তেরা। অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টির গোল ও ফ্রাঙ্ক আরমানি পেনাল্টি ঠেকিয়ে লজ্জা থেকে রক্ষা করে ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এতে কোয়ার্টার ফাইনালের আশাও অটুট থাকে তাদের। যদিও প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার, আর প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট খুইয়ে গ্রুপপর্ব পার হওয়া কঠিন হয়ে গেল আর্জেন্টিনার জন্য। মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে আর্জেন্টিনা। দুই ম্যাচে জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কলম্বিয়া। আর ২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। আর্জেন্টিনার সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কাতার। গ্রুপপর্বে শেষ ম্যাচে ১৫ই জুন কাতারের মুখোমুখি হবে গত দুই আসরের রার্নাসআপরা। অবশ্য কলম্বিয়া-প্যারাগুয়ের দিকে চোখ রাখতে হবে তাদের। তা না হলেও ‘সেরা তৃতীয়’ হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ থাকছে মেসিদের সামনে। তাতে এশিয়ান কাপের চ্যাম্পিয়ন কাতারকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘সত্যি কথা বলতে, এটা হতাশজনক। আমরা ম্যাচটা জিততে পারিনি। তবে এখনো আমরা নকআউট পর্বে যেতে পারবো। আমরা জানি এটা কঠিন হবে।’ কোপা আমেরিকার পরবর্তী পর্বে খেলা নিয়ে মেসি বলেন, ‘আমরা যদি গ্রুপপর্ব না উতরাতে পারি, তা মেনে নেয়া যায় না। যখন গ্রুপের সেরা তৃতীয় দলও পরের রাউন্ডে যাবে। আমরা পরের রাউন্ডে খেলবো তাতে কোনো সন্দেহ নেই।’
ব্রাজিলের মিনেইরাওতে ম্যাচের ৩৭তম মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনের পাস থেকে প্যারাগুয়ের হয়ে গোল করেন রির্চাড সানচেজ। ম্যাচের ৫৭তম মিনিটে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে গোল আদায় করে নেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ৬৮তম গোল। ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সের ভিতরে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির ফাউলের শিকার হন প্যারাগুইয়ান ফরোয়ার্ড দার্লিস গঞ্জালেস। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে দারুণ নৈপূণ্যে পেনাল্টি ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্ক আরমানি। এদিন ম্যাচে মোট ১০টি শট নেয় প্যারাগুয়ে, বিপরীতে ৭টি শট নিতে পেরেছে মেসিরা।
এ হার আর্জেন্টিনার ২৬ বছরের শিরোপা খরা কাটানোর পথে ধাক্কা হয়ে এলো। শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এরপর কোনো আর্ন্তজাতিক শিরোপার স্বাদ পায়নি কোপা আমেরিকার দ্বিতীয় সফল দলটি। ২০০৪, ২০০৭, ২০১৫, ২০১৬ সালে চারবার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হয় আসরের ১৪ বারের চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকায় সর্বাধিক ১৫বার শিরোপা জয়ের রেকর্ড উরুগুয়ের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status