বাংলারজমিন

বিতর্কিত চিকিৎসক মাসুদুল হকের বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:৩১ পূর্বাহ্ন

মাগুরার বিতর্কিত চিকিৎসক মাসুদুল হকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মনজুর রহমান নামে এক ভুক্তভোগী। মাগুরা সদর থানায় বুধবার দুপুরে তিনি এ মামলাটি করেন। মামলায় মাসুদুল হকসহ তার স্ত্রী জাহানারা বেগম ও তাদের মালিকানাধীন জাহান ক্লিনিকের ম্যানেজার সাগরকে আসামি করা হয়েছে। মামলায় বাদী মনজুর রহমান অভিযোগ করেছেন, ২০১৮ সালের ২২শে মার্চ মনজুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী ছালমা বেগমকে (৩০) নিয়ে রাত ৮টার দিকে ইজিবাইকে তিনি মাগুরা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় জাহান ক্লিনিকের সামনে এলে আসামিরা তার স্ত্রীকে বহনকারী ইজিবাইক ঠেকিয়ে ছালমা বেগমকে জোরপূর্বক জাহান ক্লিনিকে ভর্তি করে। কিন্তু পরবর্তীতে ছালমা বেগমকে সেখান থেকে শহরের জমির উদ্দিন সড়কে আলেয়া ক্লিনিক নামে অন্য একটি ক্লিনিকে স্থানান্তর করে। ওইদিন রাত ৩টার দিকে ডাক্তার মাসুদুল হক ১৫ হাজার টাকার চুক্তিতে আলেয়া ক্লিনিকে ছালমার শরীরে অস্ত্রোপচার করে। অস্ত্রোপচারের সময় অদক্ষতার কারণে মাসুদুল হক প্রসূতি ছালমা বেগমের জরায়ুর নাড়ি কেটে ফেলে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ছালমা বেগম মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ওই ক্লিনিক থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৬শে মার্চ মারা যান ছালমা বেগম। এ বিষয়ে মনজুর রহমান আইনি পদক্ষেপ নিতে গেলে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। সম্প্রতি মাসুদুল হকের অপকর্মের বিষয়ে স্থানীয় জনগণের বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক পদক্ষেপে সাহস পেয়ে মনজুর রহমান এ মামলা করছেন বলে এজাহারে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাসুদুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ প্রসঙ্গত, জেলা ক্লিনিক মালিক সমিতিসহ স্থানীয়দের অভিযোগ-মাসুদুল হক নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মাগুরায় অস্ত্রোপচারসহ নানা চিকিৎসা তৎপরতা চালাচ্ছে। সে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দেয়ার পাশাপাশি পিজিটি, সিডিডি সার্জন এ ধরনের যোগ্যতার কথা উল্লেখ করেছেন। সে আসলে এইচএসসি পাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status