বাংলারজমিন

চট্টগ্রাম কারাগারে ২ বন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিন ঘণ্টার ব্যবধানে দুই বন্দির মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাতে তাদের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের ধরণী ত্রিপুরার স্ত্রী বিলাতি ত্রিপুরাকে (৪৫) বুধবার রাত ১১টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর অসুস্থ অবস্থায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ডাক্তার বলেছেন- পথেই তার মৃত্যু হয়েছে। চিকিৎসা সনদে সে জলাতঙ্ক রোগে আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৫৭) রাত দেড়টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করতে থাকেন। প্রথমে তাকে কারা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসা সনদে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ জানান, গত মার্চে নগরীর কোতোয়ালী থানায় মাদক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি ওমর ফারুক। মামলা নম্বর- ৮৭ (০৩) ২০১৯। তার হাজতী নম্বর- ৬৩৬৮। বিলাতি চাকমা মারামারি ও ভাঙচুরের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় গত এপ্রিলে দায়ের হওয়া একটি মামলার আসামি। তার মামলা নম্বর-১ (০৪) ২০১৯।




   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status