বাংলাদেশ কর্নার

টাইগার-ক্যাঙ্গারু লড়াই

পার্থক্য গড়ে দিতে পারেন যারা

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১০:০০ পূর্বাহ্ন

লিটন দাস
ফর্মে ছিলেন। এরপরও বাংলাদেশের প্রথম ৪ বিশ্বকাপ ম্যাচে একাদশে সুযোগ হয়নি লিটন দাসের। মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুনের পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়ায় উন্ডিজের বিপক্ষে খেলার সুযোগ মেলে তার। এরপর যা করেছেন, সেটি ইতিহাসের অংশ হয়ে গেছে। টন্টনে উইন্ডিজের দেয়া ৩২১ রানের বড় লক্ষ্যটাকেও মামুলি বানিয়ে দেন লিটন। ৬৯ বলে অপরাজিত ৯৪! ট্রেন্ট ব্রিজের ব্যাটিং সহায়ক উইকেটে আজো ব্যাট হাতে ব্যবধান গড়ে দিতে পারেন লিটন।  
সাকিব আল হাসান
আসরে সর্বাধিক ৩৮৪ রান সাকিব আল হাসানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান ও ১ উইকেট নিয়ে দলকে জেতান, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। এরপর ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হতাশার দিনে ১২১ রান করেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ২ উইকেট এরপর ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরিতে এনে দেন জয়। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফেলেতে পারেন আজই।
মোস্তাফিজুর রহমান
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন। পরের দুই ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি মোস্তাফিজুর রহমান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক স্পেলেই ম্যাচ ঘুরিয়ে দেন ‘কাটার মাস্টার’খ্যাত এই পেসার। এক ওভারে মারকুটে দুই ব্যাটসম্যান শিমরন হেটমায়ারা ও আন্দ্রে রাসেলকে ফেরান মোস্তাফিজ। এরপর সেঞ্চুরির দোরগোড়ায় থাকা শেই হোপকে তুলে নেন। ৪ ম্যাচে ৭ উইকেট নেয়া মোস্তাফিজ ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছেন আজ। অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রধান বোলিং অস্ত্র হবেন তিনিই।
অ্যারন ফিঞ্চ
তুখোড় ফর্মে অস্ট্রেলিয়ার অধিনায়খ অ্যারন ফিঞ্চ। সাকিব আল হাসানের সঙ্গে সর্বাধিক রানের প্রতিযোগিতা চলছে তার। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩২ বলে ১৫৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। এর আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে করেছিলেন ৪২ রান। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে প্রতিটি ম্যাচেই দলকে একটা ভালো শুরু এনে দিচ্ছেন ফিঞ্চ। নিজেদের শেষ তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ওপেনিং জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ তাড়াতাড়ি না ফেরালে একাই ম্যাচ বের করে নিতে পারেন।
মিচেল স্টার্ক
মোহাম্মদ আমিরের সঙ্গে চলতি আসরে যৌথভাবে সর্বাধিক উইকেট (১৩) মিচেল স্টার্কের। বাঁহাতি এই পেসার ডেথ ওভারে দারুণ বোলিং করছেন। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের মূল কারিগর স্টার্কই। তিনটি ম্যাচেই প্রয়োজনীয় মুহূর্তে ব্রেকথ্রো এনে দেন তিনি। বিশেষ করে নিচের সারির ব্যাটসম্যানরা স্টার্কের বল খেলতেই পারছে না। আর বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ উইকেট নিয়েছিলেন স্টার্ক। তাকে সামলানো সাকিবদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status