ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

পাকিস্তান দলের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট!

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স ক্ষুব্ধ পাকিস্তানিরা। গুজরানওয়ালা সিভিল কোর্টে এক ক্রিকেটপ্রেমী তো পাকিস্তান দলকেই নিষিদ্ধ করার আবেদন জানিয়ে বসেছেন! বিশ্বকাপে সরফরাজদের পারফরম্যান্সে হতাশ পাকিস্তানিরা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে টানা সপ্তম হারে তাদের হতাশা রূপ নিয়েছে ক্ষোভে। এটি আদালত অবধি গড়িয়েছে। এক ভক্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে রিট পর্যন্ত করেছেন। গুজরানওয়ালা সিভিল কোর্টে তিনি তাঁর আবেদনে পাকিস্তান দলের নির্বাচক কমিটিকেও বরখাস্তের আর্জি জানিয়েছেন। বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তান দলের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর মাত্র ১০৫ রানে গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। মাঝে ইংল্যান্ডকে হারিয়ে সমর্থকদের প্রত্যাশা মেটালেও চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হন সরফরাজরা। আগে ব্যাটিং শেষে ৩৩৬ রান করে ভারত। জবাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানে হার নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে পাকিস্তান। পাকিস্তান দলে অভ্যন্তরীণ কোন্দল আর শৃঙ্খলাজনিত নানা ব্যাপারও সামনে চলে আসছে।
পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে ওই আবেদনটি দায়ের হয়েছে। গণমাধ্যমে আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি। আবেদনে পাকিস্তান দলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদনও রয়েছে আর্জিতে। এর পর গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানায়, গতকাল এ নিয়ে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ১০ দলের এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পেছনে রয়েছে কেবল আফগানিস্তান। আগামী ২৩শে জুন নিজেদের বাঁচামরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সরফরাজরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status