দেশ বিদেশ

দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ছাত্রদলের সাবেক নেতাদের দাবি না মানলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা

স্টাফ রিপোর্টার

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটির দাবিতে গতকালও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুইঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় দাবি মেনে নেয়া না হলে ক্ষুব্ধ নেতারা লাগাতার কর্মসূচি পালনের ঘোষনা দেন। এর অংশ হিসেবে আজও তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। ছাত্রদলের যারা ত্যাগী, নির্যাতিত, মেধাবী ও পরিশ্রমী তাদের মূল্যায়ন করার জন্যই আমাদের এই আন্দোলন। অতীতের মতো ছাত্রদল যাতে কোন সিন্ডিকেটের হাতে বন্দি না হয় এবং ছাত্রদলকে সিন্ডিকেট মুক্ত করাই আমাদের লক্ষ্য। সে জন্য আমরা বয়সের সীমারেখা তুলে দিয়ে একটি স্বল্পমেয়াদী কমিটি চাই। ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, প্রথমে সার্চ কমিটি ও পরে সিনিয়র নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে এবং তাদের সম্মানার্থে আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আমাদের দাবি পূরণে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের। আজ বৃহস্পতিবারও আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোকতার হোসেন বলেন, নিজেদের রাজনৈতিক ত্যাগের মূল্যায়নের জন্য আমরা আন্দোলন করছি। এটা দল কিংবা নেতৃত্বের বিরুদ্ধে নয়। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। গত ৩রা জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। এর প্রতিবাদে ১১ই জুন থেকে বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন ছাত্রদলের সাবেক কমিটির বিক্ষুব্ধ নেতারা। তবে, বিভিন্ন সময় বিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ছাত্রদলের নতুন কমিটি গঠনে সার্চ কমিটির নেতাদের আশ্বাসে বিক্ষুব্ধরা এ আন্দোলনে বিরতি দিয়ে আসছেন। কিন্তু দাবির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় গতকাল বুধবার থেকে আবারও আন্দোলনে নামেন সাবেক ছাত্রনেতারা। তারা জানিয়েছেন, দলের একটি চিহ্নিত সিন্ডিকেটের পছন্দের নেতাকে নেতৃত্বে নিয়ে আসার জন্য কমিটি গঠনে নানা শর্ত দেয়া হয়েছে। এসব সিন্ডিকেট ভাঙতে হবে। তাদের ন্যায্য দাবি মানতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, বারবার আশ্বাস দেয়ার পরও এখন পর্যন্ত সার্চ কমিটি আন্দোলনকারীদের সুস্পষ্ট কিছুই জানায়নি। এভাবে চলতে থাকলে সামনের দিনে তারা আরও ক্ষুব্ধ হয়ে উঠতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status