ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

এখন আমাদের সব ম্যাচই ফাইনাল: হোল্ডার

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০১৯, বুধবার, ১০:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে গেল বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে এখনো আশা হারাচ্ছেন না এই ক্যারিবিয়ান অধিনায়ক। তিনি বলেন, ‘সেমিফাইনালে যাওয়া এই মুহূর্তে কঠিন হয়ে গেলো। তবে, এটা অসম্ভব নয়। আমাদের এখন প্রত্যেকটি ম্যাচই ফাইনালের মতো খেলতে হবে। আমাদের সব ম্যাচই জিততে হবে। আমাদের যদি সেমিতে যেতে হয় তাহলে সেরা দলগুলোকে হারাতে হবে।’
বিশ্বকাপে ৫ ম্যাচে এক জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থারে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো ৪ ম্যাচ বাকি ক্যারিবীয়দের। আগামী শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এর পর ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে ১৯৭৫ ও ১৯৭৯’র চ্যাম্পিয়নরা। সোমবার টনটনে আগে ব্যাট করে ৩২২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ক্যারিবীয়রা। পরে সাকিব ও লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে এমন হার শেষে হোল্ডার বলেন, ‘আমি মনে করি না দলের সাম্যে আজ কোনো বিষয় ছিল। আমরা আমাদের নিজেদের ভুলেই হেরেছি। নতুন বলে আমাদের উইকেট প্রয়োজন ছিল যা আমরা পাইনি। তবে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে তাদের এ কৃতিত্ব দিতেই হয়। সাকিবকে ফেরানোর গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছি আমরা। ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারিনি। এ হারের কোন ব্যাখ্যা নেই।’
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিল উইন্ডিজের। কিন্তু শেষপর্যন্ত বাংলাদেশকে ৩২২ রানের লক্ষ্য ছুড়ে দিতে পারে ক্যারিবীয়রা। মাঝে দ্রুত উইকেট পতনে বড় লক্ষ্য গড়তে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে সেই কথা বললেন হোল্ডার। তিনি বলেন, ‘এই উইকেটে আমরা ৪০-৫০ রান কম করেছি। আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। টপঅর্ডারের চারজনের যে কোনো একজনকে শেষপর্যন্ত থাকা উচিত ছিল। দুঃখজনকভাবে সেটা হয়নি।’
ম্যাচ নিয়ে হোল্ডার বলেন, ‘যখন এ রকম উইকেটে ৩২১ রান করবেন। তখন আপনাকে ফিল্ডিং, বোলিংয়ে সর্বোচ্চটা দিতে হবে। আমরা দ্রুত উইকেট নিতে পারিনি। বেশ কিছু ক্যাচও মিস করেছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status