খেলা

বিশ্ব আরচারিতে ব্রোঞ্জ জয়ী রোমান সানাকে সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার

১৯ জুন ২০১৯, বুধবার, ১০:০৬ পূর্বাহ্ন

সংবর্ধনায় সিক্ত হলেন তীরন্দাজ রোমান সানা। এর আগে সকালে হযরত শাহ্‌জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরেও একদফা পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানানো হয় টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা দেশের এই ক্রীড়াবিদকে। সেখান থেকে ‘রোমান সানাকে অভিনন্দন’ লেখা ব্যানার সংবলিত গাড়িতে করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে উপস্থিত হয় নেদারল্যান্ডস থেকে আসা আরচারি দলটি। ‘এই সংবর্ধান আমাকে টোকিও অলিম্পিকে খেলায় অনুপ্রাণিত করবে। আশা করি আমাদের পুরুষ রিকার্ভ দলটিও খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী বছরের জুনে অলিম্পিকের আগের জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপেই যোগ্যতা যাচাই হবে।’ অলিম্পিকে সুযোগ পাওয়ার মুহূর্তটিকে এভাবেই ব্যাখ্যা করলেন বাংলাদেশ আনসারের তীরন্দাজ রোমান, ‘যখন আমি সেমিফাইনালে উঠে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলাম, তখন কেঁদেই ফেলেছিলাম। ঢাকায় এসে মায়ের সঙ্গে কথা হয়েছে। মা’ও খুব কেঁদেছেন আমার কথা শুনে।’ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘রোমান সানার অর্জনে আমরা গর্বিত। সামনের দিকগুলোতে আরচারির জন্য সব রকম সহায়তা থাকবে আমাদের পক্ষ থেকে। আশা করি ভবিষ্যতে এমন সুখবর আরও ক্রীড়াবিদরা দেবেন। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে চীন থেকে ভারোত্তোলন এবং কিউবা থেকে বক্সিং কোচ আনার চেষ্টা করছি। তাছাড়া জাপানের সঙ্গেও আমাদের কথা হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের কোচের বিষয়ে।’ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম বলেন, ‘অলিম্পিকে সরাসরি খেলার দ্বার উন্মোচিত হলো। তাই আমাদের ওপর চাপ বেড়ে গেল। ২০২৪ অলিম্পিককে এখন আমাদের লক্ষ্যে রাখতে হবে।’ আরচারির পৃষ্ঠপোষক সিটি গ্রুপের কর্মকর্তা জাফর উদ্দিন সিদ্দিকী বলেন, ‘আমরাও গর্বিত রোমান সানার এমন অর্জনে।’ সিটি গ্রুপের পক্ষ থেকে নগদ দু’লাখ টাকার চেক দেয়া হয় রোমানকে। কৃতী এই ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবে তার দল বাংলাদেশ আনসারও। সংস্থাটির ক্রীড়া অফিসার রায়হান ফকির বলেন, ‘আমাদের মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদ শুভেচ্ছা জানিয়ে রোমান সানাকে সংবর্ধনা দেয়ার কথাও বলেছেন। খুব শিগগিরই আমরা এই সংবর্ধনার আয়োজন করব।’ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status