দেশ বিদেশ

গুলশান থানায় নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৯, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহে স্বতঃস্ফূর্তভাবে সাড়া মিলছে রাজধানীর গুলশান এলাকায়। শনিবার শুরু হওয়া নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের গতকাল চতুর্থ দিনেও গুলশান থানার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। জানা যায়, ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯’ উপলক্ষে গুলশান থানার উদ্যোগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ পালিত হচ্ছে। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে থানা এলাকার বাড়ি/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংরক্ষণ ও সিআইএমএস-এর মাধ্যমে এন্ট্রি নিশ্চিত করণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। থানার প্রতিটি বিটের বিভিন্ন স্থনে নাগরিক তথ্য সংগ্রহের বুথ স্থাপন করাসহ ফরম পূরণে সহায়তা করা, উঠান বৈঠক, মাইকিংসহ নানা ধরনের প্রচার অব্যাহত রয়েছে। গুলশান থানা ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম (অপারেশন) বলেন, নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯ বাস্তবায়নের লক্ষ্যে আমরা গুলশান থানার উদ্যোগে প্রতিটি পাড়া মহল্লায় কাজ করছি। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তার লক্ষ্যে বাড়ি, স্থাপনা, প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ ও সিআইএমএসের মাধ্যমে এন্ট্রি নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করছি। এ উপলক্ষে গত ৪ দিন বিভিন্ন থানা এলাকায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এসময় গুলশান থানার এসআই মো. জাকির হোসেন, এসআই মোশারফ, এসআই জমিস, এসআই কামরুল  প্রমুখ উপস্থিত ছিলেন। নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ চলবে ২১শে জুন পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status