ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

শচীন না পারলেও পেরেছেন সাকিব

বিশ্বকাপ ডেস্ক

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ৫:৩২ পূর্বাহ্ন

বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটা পুরনো। এখন ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে পরিচিত করে তুলছেন। গড়ছেন একের পর এক রেকর্ড। তিনি আর কেউ নন তিনি সাকিব আল হাসান। ইংল্যান্ড বিশ্বকাপে দিয়ে যাচ্ছেন চমকের পর চমক দিয়ে চলছেন তিনি।

বিশ্বকাপের এই আসরের প্রথম চার ম্যাচে পেয়েছেন দুটি অর্ধশতক ও দুটি শতকের দেখা। বিশ্বকাপে টানা পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন এখন পর্যন্ত মাত্র চারজন ব্যাটসম্যান। ১৯৮৭ সালে ভারতের নভোজত সিং সিধু। ১৯৯৬ সালে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। এরপর ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্র্যায়েম স্মিথ খেলেন টানা চার পঞ্চাশোর্ধ ইনিংস। আর এবার সেই কৃর্তীতে নাম লেখালেন সাকিব আল হাসান।

এবার সাকিবের সামনে সবাইকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা। কারণ সকলের পঞ্চাশোর্ধ ইনিংস সর্বোচ্চ ৪টিই। সাকিব পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে পঞ্চাশোর্ধ ইনিংস খেললেই কাটিয়ে ফেলবেন এই গ্রেটদের। আর টানা দুই শতকের ইনিংসে ইতোমধ্যে কাটিয়েছেন শচীনকে। কারণ শচীন বিশ্বমঞ্চে দেখা পাননি টানা দুই শতকের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status