অনলাইন

আইএলও কনভেনশন ১৮২ ও অপশনাল প্রটোকল ২ এর উপর সিসেক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ৫:১৯ পূর্বাহ্ন

আইএলও কনভেনশন ১৮২ ও অপশনাল প্রটোকল ২ এর উপর সিসেক (কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সিসেক  প্রকল্পের আওতাধীন এ সংলাপের আয়োজন করেন টেরে ডেস হোমস নেদারল্যান্ড।

সংলাপে আইএলও কনভেনশন ১৮২ ও অপশনাল প্রটোকল ২ এর উপর গবেষণা প্রতিবেদন তুলে ধরেন মো. শরফুদ্দিন খাঁন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য তুলে ধরেন একেএম মাসুদ আলী।

টেরে ডেস হোমস নেদারল্যান্ড এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবিরের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল আলম দুদু এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেট লায়লা জেসমিন বানু।

সিসেক সিপের (সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম) একটি প্রকল্প যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮, ৯ এবং ১০ নং ওয়ার্ড এলাকায় ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহায়তায় এবং টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস এর কারিগরী সহযোগিতায় বাস্তবায়ন করছে। ব্রেকিং দ্যা সাইলেন্স (বিটিএস) এই প্রকল্পে মনোসামাজিক সেবা প্রদান করে আসছে। ২০১৬ সাল থেকে এই প্রকল্প পথশিশুদেরকে সুরক্ষা প্রদান এবং সমাজের মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status