বাংলাদেশ কর্নার

সাকিবময়

বিশ্বকাপ ডেস্ক

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ১১:৫৬ পূর্বাহ্ন

সাকিবময় একটি দিন দেখলো বিশ্ব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিচক্ষণতায় বিশ্বকাপে এলো ৭ উইকেটের বড় জয়। হয়েছেন ম্যাচ সেরা।

আজ টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১২৪ রানের অপরাজিত ইনিংস। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শতকের পর আজকেও দেখা পেয়েছেন শতকের। চার ম্যাচ খেলে তিনি করেছেন ৩৮৪ রান। সর্বোচ্চ রানের তালিকায় এখন তার নাম। দ্বিতীয় অবস্থানে অজি ওপেনার অ্যারন ফিঞ্চ, তৃতীয় অবস্থানে রোহিত শার্মা।

সাকিব আল হাসান। যার ক্যারিয়ার জুড়ে রেকর্ডের ছড়াছড়ি। আরেকটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রয়োজন ছিলো ২৩ রানের। আর আজ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে পেয়েও যান সেই রান। ৬ হাজার রান ক্লাবে প্রবেশ করেন তিনি।

বাংলাদেশের হয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে তিনি। প্রথম অবস্থানে রয়েছেন ওপেনার তামিম ইকবাল।
সাকিব আল হাসানের ২০০৬ সালে অভিষেক হয় তার। আজ খেলেন ২০২ তম ম্যাচ। নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি। আর উইকেট সংখ্যা ২৫৪টি।

আর এই ম্যাচে ২টি উইকেটের দেখা পান তিনি। বিশ্বকাপে বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ ২৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। উইকেট শিকারে তার ঠিক পড়ে আছেন আব্দুর রাজ্জাক, তার শিকার ১৫ ম্যাচে ২০ উইকেট। আর বিশ্বকাপে ৭১ উইকেট নিয়ে সবার উপরে অজি সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status